বিনোদন

Monami Ghosh: বাংলার উর্ফি জাভেদ! পাটের তৈরি শাড়ি পড়ে প্রকাশ্য মঞ্চে উদ্দাম নাচ মনামীর, অভিনেত্রীর নাচে হাঁ পুরুষ ভক্তরা!

সম্প্রতি এবার নিজের পোশাকের কারণে ‘বাংলার উরফি জাভেদ’ তকমা পেলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মনামী ঘোষ(Manami Ghosh)। বর্তমান সময়ে টলিউডের নামকরা অভিনেত্রীদের তালিকায় তার নাম আসে প্রথমদিকেই। কারণ, তার গ্ল্যামার ও সৌন্দর্য্য ঝড় তুলতে সক্ষম অনুরাগীদের বুকে। এছাড়া দিনের পর দিন তার গ্ল্যামার যেন ক্রমাগত বেড়েই চলেছে। বয়স বাড়লেও তার সৌন্দর্য্য হার মানাতে পারে যে কোনো নবাগতা অভিনেত্রীদের।

শুধু তাই নয় তার অসাধারণ নৃত্যদক্ষতা মন জয় করেছে সকলের। তবে এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। যেখানে নিত্যদিন ভাগ করে নেন নিজের নানান ছবি এবং ভিডিও। সম্প্রতি সেরকমই একটি ছবির কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কারণ সেখানে কোনো সাধারণ পোশাক নয় বরং চটের বস্তা পরিহিত অবস্থায় দেখা গিয়েছে তাকে। কি অবাক হচ্ছেন তো?

ভাবছেন এতোদিন পর্যন্ত অদ্ভুত পোশাক পরার জন্য শুধুমাত্র উরফি জাভেদকেই সমালোচিত হতে হয়েছে। তাহলে কি এবার সেই তালিকাতেই নাম লেখালেন মনামী? হ্যাঁ ঠিকই ধরেছেন, এরকমই পোশাক পরে দেখা গিয়েছে তাকে। আসলে সম্প্রতি শুরু হয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো’এর নতুন সিজন। যেখানে বিচারকের আসনে দেখা যাবে তাকে। যার শ্যুটিংয়ের নানান মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।

আর সেখানে প্রথমদিনের শ্যুটিংয়ে তাকে দেখা গিয়েছে একটি পাটের তৈরি শাড়ি পরিহিত অবস্থায়। হলুদ পাড় বসানো শাড়ি, স্লিভলেস ব্লাউজ ও মানানসই গয়নায় একেবারে অন্যরকম অবতারে দেখা গিয়েছিল তাকে। আর ক্যাপশনে তিনি বাংলার পাট শিল্প কতটা সুন্দর সেই কথাই উল্লেখ করেছেন। তবে এই পোশাক পরতেই কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সমালোচনায় ভরে গিয়েছে কমেন্টবক্স। আর সেখানে কেউ কেউ তাকে ‘বাংলার উরফি জাভেদ’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

Related Articles