বিনোদন

শেষমেশ পরল ময়ূরীর মুখে ঝামা, মেঘের সঙ্গে রোমান্সে মাতল নীল! তারকা জুটির (Video) দেখে মুগ্ধ দর্শকেরা

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির জনপ্রিয়তা দিন দিন দর্শকমহলে বাড়ছে। মেঘ (Megh), নীল (Neel) এবং ময়ূরীর কাহিনী আস্তে আস্তে দর্শকদের ড্রয়িং রুমের অংশ হয়ে উঠছে। টিআরপি তালিকায় (TRP List) খুব বেশি কামাল না দেখাতে পারলেও, সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে কিন্তু রয়েছে ‘ইচ্ছে পুতুল’। এবার এই সিরিয়ালের (Bengali Serial) গল্পেই আসছে নতুন মোড়।

‘ইচ্ছে পুতুল’এর নিয়মিত দর্শকরা জানেন, নীলের ওপর রাগ করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিল মেঘ। কিন্তু স্ত্রীকে আবার বাড়ি ফিরিয়ে এনেছে নীল। যদিও স্বামীর প্রতি এখনও মেঘের মনে রাগ জমে আছে। তবে নীলও হাল ছাড়ার পাত্র নয়। সে আবার আস্তে আস্তে আগের মতো স্ত্রীয়ের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে।

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, নীল মেঘকে কথা দিচ্ছে, সে আবার আগের মতো মেঘের মনে জায়গা করে নেবে। মেঘের চোখে নিজেকে ভালো প্রমাণ করে সে আবার তাঁর ভালোবাসাও ফিরে পাবে বলে বিশ্বাস নীলের। যদিও নীলের সঙ্গে সম্পর্কের চড়াই-উৎরাইয়ের মাঝেই নতুন সমস্যার মুখে পড়তে চলেছে মেঘ।

নীলের কথায় শ্বশুর বাড়ি ফিরে আসলেও ঠাম্মি এবং শ্বশুরমশাই ছাড়া মেঘকে কেউ বাড়ির বৌ হিসেবে মেনে নিতে রাজি নয়। বাকি সবাই তাঁকে পছন্দ না করলেও মেঘ সবার ভালোই চায়। এখন যেমন রূপ নামের এক ঠগ, প্রতারকের হাত থেকে ননদ গিনিকে বাঁচাতে চাইছে সে।

ঠগ রূপের ভালোবাসার জালে একেবারে ফেঁসে গিয়েছে গিনি। তবে সেই পাত্রকে প্রথম থেকেই মেঘের সুবিধার মনে হয় না। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আবার দেখা গিয়েছে, মেঘ এবং রূপের মধ্যে অতীতের কোনও একটা সম্পর্ক ছিল। মেঘ কি শেষ পর্যন্ত রূপের মুখোশ খুলতে পারবে গিনির সামনে নাকি নিজেই কোনও বিপদে ফেঁসে যাবে? উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।

ওদিকে আবার মেঘ শায়েস্তা করলেও শোধরানোর নাম নেই ময়ূরীর। এখনও বোনের সংসার ভাঙতে চায় সে। ময়ূরীর মা তাঁর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ময়ূরীর নজর এখনও নীলের দিকেই রয়েছে। নীল-মেঘের জীবনে সে এবার নতুন কোনও ঝড় তোলে কিনা সেটা দেখার জন্যেও মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Related Articles