বিনোদন

মির্জাপুর ওয়েব সিরিজের গোলু গুপ্তা কোন বলিউড অভিনেত্রীর থেকে সৌন্দর্যে কম নয়, রইল ছবি

বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী যিনি খুব অল্প সময়ের মধ্যে নিজেকে সিনেমা জগতে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন শ্বেতা ত্রিপাঠি শর্মা (Sweta Tripathi Sharma)। প্রথম তিনি বলিউডের পদার্পণ করেন ২০১১ সালে। তবে ২০১৫ সালে ‘মাসান’ ছবির মধ্যে দিয়ে জনপ্রিয়তা পান। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। ছবিটি এখনও অনেক মানুষের কাছে প্রিয়। দু’টি মানুষের তাদের একে অপরকে কাছে না পাওয়ার ব্যথা এবং সেই ঘটনা থেকে নিজেকে সরিয়ে জীবনের গতিতে ভেসে যাওয়ার গল্প বলে ‘মাসান’।

মির্জাপুর ওয়েব সিরিজের গোলু গুপ্তা কোন বলিউড অভিনেত্রীর থেকে সৌন্দর্যে কম নয়, রইল ছবি

এই ছবিতে প্রত্যেকের অভিনয় প্রশংসা পেয়েছে। শ্বেতা ‘মাসান’ ছবির মাধ্যমে যতটা জনপ্রিয় হয়েছেন তার থেকে বেশি জনপ্রিয় হয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’-এ মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয়ের মাধ্যমে। ইতিমধ্যে এই ওয়েব সিরিজের দু’টি সিজন মুক্তি পেয়েছে এবং দ্বিতীয় সিজনটি রহস্য রেখেই শেষ হয়েছে। অর্থাৎ আগামীতে ‘মির্জাপুর’-এর আরও একটি সিজন আসতে পারে বলে মনে করা হচ্ছে। আর তাতে ‘গোলু গুপ্তা’ হিসেবে আবারও দেখা যাবে শ্বেতাকে।

মির্জাপুর ওয়েব সিরিজের গোলু গুপ্তা কোন বলিউড অভিনেত্রীর থেকে সৌন্দর্যে কম নয়, রইল ছবি

এর আগের দু’টি সিজনে তার দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে গোটা দেশের দর্শকমহলের। অভিনেত্রী যে এখন বেশ জনপ্রিয় তা তার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট হয়। তার এক একটি ছবি ভাইরাল হয়ে যায় নিমেষেই। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন শ্বেতা। এছাড়া নানান ফটোশ্যুটের ছবি সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত পোস্ট করেন তিনি৷

মির্জাপুর ওয়েব সিরিজের গোলু গুপ্তা কোন বলিউড অভিনেত্রীর থেকে সৌন্দর্যে কম নয়, রইল ছবি

সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে কমলা রং-এর ব্রালেট ও মেরুন কমলা প্যালাজো আর ব্রালেটের উপর চাপাতে দেখা গিয়েছে একই রং-এর একটি শ্রাগ। সঙ্গে বাঁধা চুল, হাই হিল ও ন্যুড মেকাপে নজর কেড়েছেন শ্বেতা। ইতিমধ্যেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে।

Related Articles