বলিউড পর্দা থেকে হারিয়ে গেছেন ‘মহব্বতে’ ছবির সুন্দরী প্রীতি, বদলে গেছে সম্পূর্ণ চেহারা, দেখুন ছবি

বলিউড সিনেমা থেকে টলিউড সিনেমা পুরনো হোক বা নতুন সব কিছুর খবর আজকাল এক নিমেষে জানা যায় সোশাল মিডিয়া থেকে। পুরনো দিনের অনেক বলিউড ছবির নায়িকারা দারুণ অভিনয় করে জনপ্রিয়তা পেলেও। বর্তমানে সেই সব নায়িকারা বলতে গেলে প্রায় বিলুপ্ত হয়ে গেছেন। এমনও অনেক পুরনো অভিনেত্রী আছেন যারা অনেক সিনেমা করেও জনপ্রিয়তা অর্জন করতে পারেন না। কিন্তু আবার অনেক অভিনেত্রী মাত্র হাতে গোনা কয়েকটি ছবির অভিনয় করেও এখন বেশ দর্শকদের মনে রয়েছেন।
সেরকমই এক অভিনেত্রী হলেন প্রীতি ঝাঙ্গিয়ানি। কি নাম শুনে নিশ্চয়ই মনে পড়েছে? বেশ কয়েক বছর আগে অভিনেতা শারুখ খানের জনপ্রিয় সিনেমা ‘মহব্বতে’ অভিনয় করেছিলেন প্রীতি। তবে এর আগে ”চুইমুই সি তুম লাগতি হো” একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেন তিনি। তবে সেই ‘মহব্বতের’ সুন্দরী নায়িকাকে দেখলে এখন চিনতেই পারবেন না।
সম্পূর্ণ বদলে গেছে অভিনেত্রীর চেহারা। দীর্ঘ দিন ধরে বলিউডে আর দেখা যায় না এই অভিনেত্রীকে। সিনেমাতে এই প্রীতি হচ্ছেন ভারতীয় জওয়ানের বিধবা স্ত্রী। যার প্রেমে রীতিমত হাবুডুবু খেয়েছিলেন জিমি শেরগিল। বহু বছর ধরে সিনেমা থেকে দূরেই আছেন তিনি। তবে এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন। কিন্তু অভিনয়ের পর্দাতে দেখা না মিললেও, বলিউডের সাথে ভালোই যোগাযোগ রয়েছে তাঁর।
বর্তমানে চুটিয়ে সংসার করছেন প্রীতি। স্বামী অভিনেতা পারভিন দাবাসকে এবং দুটি সন্তান রয়েছেন তাঁর। পাশাপাশি অভিনেত্রী স্বামীর সাথে প্রোডাকশন হাউজ চালান। প্রায়শই সোশ্যাল মিডিয়াতে নানা ভিডিও এবং নিজের ছবি শেয়ার করেন। ছবি শেয়ার মাত্রই নেটিজেনরা প্রশ্ন করেন, ‘আবার আপনাকে কবে সিনেমাতে দেখতে পাবো’? এইসব প্রশ্নের উত্তরে অভিনেত্রি সরাসরি ভাবে বলেন, ‘যেই ছবিতে অফার পাচ্ছি, সেসব ছবি আমার পছন্দ হচ্ছে না’। ‘সিনেমার জগতের চরিত্র ভালো লাগলেই আবার অভিনয়তে ফিরব’।