বিনোদন

কালো শর্ট স্কার্ট ও প্রিন্টেড শার্টে ‘হটনেসে’ ভরপুর ‘ঝুমা বৌদি’ মোনালিসার, ছবি দেখে ঘায়েল ভক্তরা

বোল্ড লুকে সকলের সামনে হাজির হলেন মোনালিসা

বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে জনপ্রিয় না হলেও তিনি ‘হইচই’-এর একটি ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-তে অভিনয় করেছেন। ‘ঝুমা বৌদি’ ওরফে মোনালিসার জনপ্রিয়তা ক্রমে বাড়ে সেখান থেকেই। ওয়েব সিরিজটি বহুদিন শেষ হলেও মোনালিসার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। যদিও তার অভিনয় জীবন শুরু হয় ভোজপুরি সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে।

তবে তিনি টলিউডে অনেক চেষ্টা করলেও সুযোগ পাননি৷ এরপর তিনি অন্য ইন্ডাস্ট্রিতে পাড়ি জমান। তবে বর্তমানে তিনি বাংলার ঠাকুরপো-দের রাতের ঘুম উড়িয়েছেন। তার বোল্ডনেস ক্রমেই আরও বেড়ে চলেছে। তার সঙ্গে বেড়ে চলেছে গ্ল্যামার। মোনালিসা সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে নিজের নানান ছবির ও ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে নানান লুকে হাজির হতে দেখা যায়।

কোনোটিতে বাঙালি পোশাকে আবার কোনোটিতে পশ্চিমী পোশাকে ধরা দেন অভিনেত্রী। আর তাতেই ঘায়েল নেটিজেনরা৷ তিনি তার সোশ্যাল হ্যান্ডেলের অনুগামীদের যে মাতিয়ে রাখতে পারেন তা তার ফলোয়ার দেখলেই স্পষ্ট হয়ে যায়। সম্প্রতি তিনি যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে তাকে শর্ট কালো স্কার্ট ও সাদা-কালো প্রিন্টেড টপে।

এই পোশাকের সঙ্গে তার চুলের স্টাইল আরও বেশি নজর কেড়েছে সকলের। আরএই লুক দেখে ঘায়েল নেট দুনিয়ার সকলে। একের পর এক কমেন্ট ও লাইকে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।

Related Articles