নিউজ

Indian Railways: এবার একাধিক নিয়ম পরিবর্তন করলো রেল, জেনে নিন? নইলে বিপদে পরবেন এসি ও এসএল কোচের যাত্রীরাও

প্রায়শই ভারতের মানুষজন ট্রেনে ভ্রমণ করে থাকে কারণ এটি আদতেই একটি আরামদায়ক যাত্রার মাধ্যম। কোনো কোনো সময়ে আপনিও নিশ্চয়ই একা বা পরিবার বা বন্ধুদের সঙ্গে ট্রেনে ভ্রমণ করেছেন। সবাই একসাথে থাকলে বেড়ানোর মজা অনেক বেশি হয়ে যায়। আর এটাই ট্রেনের আসল আনন্দ। এই কারণেই মূলত সবাই ট্রেন ভ্রমণ বেশি করতে চান। কিন্তু, আপনি কি জানেন ট্রেনের ভ্রমণের একটা নিয়ম আছে।

কিন্তু এখন রেলের নতুন নিয়ম অনুযায়ী আপনার মজা ও ঘুমের সময়ে পরিবর্তন আসতে চলেছে। আপনাকে অবশ্যই ট্রেনের এই নতুন নিয়মগুলি সম্পর্কে সচেতন হতে হবে, অন্যথায় সেগুলি লঙ্ঘনের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে৷ অনেক সময় কাঙ্খিত বার্থ না পাওয়ায় বিবাদ হয়, যা নিয়ে রেলওয়ে এখন নতুন নিয়ম করেছে।

রেলওয়ের আগের নিয়ম অনুযায়ী, এসি ও স্লিপার কোচে যাতায়াতকারীরা রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা আরামে ঘুমাতে পারতেন। কিন্তু রেলওয়ের দিক থেকে এই নিয়ম পরিবর্তন করে ঘুমের সময় মাত্র ৮ ঘণ্টা করা হয়েছে।

এখন যাত্রীরা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ৮ ঘণ্টা ঘুমাতে পারবেন। বাকী সময় আপনি আপনার কামরার আলো বন্ধ করতে পারবেন না। আর এই ৮ ঘণ্টা সময়ের মধ্যে আপনি চিতকার করা, কিংবা জোরে কথা বলা, আলো জ্বালিয়ে দেওয়া কিছুই করতে পারবেন না।

Related Articles