নিজেকে ‘দেশী ছোড়ি’ তকমা দিলেন নুসরাত! বিদেশী পোশাকে জনপ্রিয় অভিনেত্রী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান(Nusrat Jahan)। বর্তমানে ‘স্বস্তিক সংকেত’ ছবির শ্যুটিংয়ে রয়েছেন লন্ডনে। সমস্ত নিয়মাবলী মেনেই কাজে ডুব দিয়েছেন তিনি। পাশাপাশি সেখান থেকে ছবিও পোস্ট করছেন নিয়মিত। সম্প্রতি তাকে দেখা গেল হিপহপ স্টাইলে। লাল বম্বার জ্যাকেট ও শর্টসে ঝড় তুলেছেন তিনি। তবে নিজেকে হিপহপার মানতে নারাজ এই অভিনেত্রী। তার মতে তিনি একজন ‘দেশী গার্ল’।
অন্যদিকে শাড়ি, সালোয়ার বা ওয়েস্টার্ন পোশাক সবকিছুতেই দুর্দান্ত লাগে তাকে। সচরাচর বিভিন্ন সাজের ছবি ভাগ করে নেন ভক্তদের সাথে। সামনেই আবার পুজো আসছে, তাই তার পুজো প্রস্তুতি নিয়েও অনুগামীদের কৌতুহলের শেষ নেই। তবে এবারের পুজোয় তিনি যে ফিউশন নিয়ে হাজির হবেন সেটা তার ইনস্টাগ্রাম পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।
আক্টবার মাসের ফাস্ট উইকের দিকে ফ্লোরাল সালোয়ারে সেজে উঠেছিলেন তিনি। তার সৌন্দর্য হার মানায় অন্যান্য অভিনেত্রীদের। দেশী হোক বা বিদেশী সব পোশাকেই তিনি সমানভাবে সাবলীল। তবে তার পোস্ট দেখে মনে হয়, তিনি নিজেকে দেশী পোশাকে দেখতেই বেশী পছন্দ করেন।