
সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক স্কুটার এর ব্যাপক চাহিদা দেখা গেছে। আর এই তালিকায় নাম কেড়েছে তবে Ola electric. নিজেদের এই সাফল্যের পর এই মুহূর্তে ওলা তার দিগন্ত প্রসারিত করে চলেছে। এবার পুজোর মরসুমে আরো এক চমক নিয়ে হাজির হলো এই সংস্থা।
উৎসবের মরসুমের আগে নিজেদের ই স্কুটারে নতুন সফটওয়্যার আপডেট রোলআউট শুরু করেছে Ola Electric. সম্প্রতি S1 সিরিজের নির্বাচিত ইলেকট্রিক স্কুটারের জন্য MoveOS 4 এর বিটা ভার্সন ছাড়ার ঘোষণা করেছে সংস্থাটি। যেখানে যোগ হয়েছে বেশ কিছু নয়া ফিচার। আশা করা হচ্ছে MoveOS 4এর সফটওয়্যার এর চূড়ান্ত ভার্সন সামনের মাসেই ছাড়া হবে।
চলুন পুজোর মরসুমে নিজেদের মডেলকে কিভাবে সাজাতে চলেছে দেখে নেওয়া যাক-
Updated Version- MoveOS 4 এর বেশ কিছু ছবি ও ভিডিও সামনে এসেছে যেখান থেকে জানা গেছে নতুন বৈশিষ্ট্য হিসেবে যোগ হচ্ছে ওলার নিজস্ব ম্যাপ নেভিগেশন। ওলা ইলেকট্রিকের দাবি এটি google ম্যাপের সাথে টক্কর নেবে।
এছাড়াও এতে মিলবে এডভান্স স্কুটার কন্ট্রোল, টেম্পার ডিটেকশন,জিও ফেন্স, টাইম ফেন্স, হিল ডিসেন্ট কন্ট্রোল, কনসার্ট মোড ইত্যাদি। এর সাথে নতুন আপডেট হিসেবে যুক্ত হয়েছে বায়োমেট্রিক লক।
অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে আপডেটেড ভার্সনে থাকবে ইকো রাইডিং মোডে ক্রুজ কন্ট্রোল, পার্সোনালাইজ প্রক্সিমিটি, অটো টার্ন ইন্ডিকেটর কাট অফ, নতুন ট্রিপ মিটার, মিউজিক, হেডফোন কন্ট্রোল, ফেভারিট কন্টাক্ট, কল সেটিং, ভ্যাকেশন মোড। উল্লেখ্য পরিবেশ বান্ধব উপায়ে পথ চলার অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে এই সংস্থা।