জনপ্রিয় জুটি ওম-মিমির বিয়ে, সংগীত ও মেহেন্দির অনুষ্ঠানের ছবি তুমুল ভাইরাল

টেলি জগতে চলা বিয়ের মরশুমে সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইমন চক্রবর্তী(Iman Chakraborty) ও নীলাঞ্জন ঘোষ(Nilanjan Ghosh)।
তাদের বিয়ের রেশ কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরেক তারকা জুটি ওম সাহানি(Om Sahani) ও মিমি দত্ত(Mimi Dutta)। ৩রা ফেব্রুয়ারী, বুধবার রাতে বসবে বিয়ের আসর। তার আগে মঙ্গলবার ছিল মেহেন্দি অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেইসব ছবি।
ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে মিমি লিখেছেন, “আমার সাদা কালো জীবনের রঙ।” মেহেন্দির সেই অনুষ্ঠানে সম্পূর্ণ সাবেকি সাজে সেজে উঠেছিলেন তারা। শুধু তাই নয় পোশাকেও ছিল মিল।
সাদা-সবুজের কম্বিনেশনে সেজেছিলেন বর-কনে। একইসাথে গোবিন্দা-করিশ্মা জুটির জনপ্রিয় গান ‘কিসি ডিস্কো মে যায়ে’ গানে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে এই জুটিকে।
অন্যদিকে তাদের মেহেন্দির অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টেলি জগতের অন্যান্য তারকারাও। যেই তালিকায় রয়েছেন সায়ন্তনী গুহঠাকুরতা(Sayantani Guhathakurta), দেবপর্ণা পাল চৌধুরী(Debparna Pal Chowdhury), সন্দীপ্তা সেন(Sandipta Sen), সংগীত শিল্পী দেবমিতা দে(Debamita De) প্রমুখ। তারাও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন বান্ধবীর জীবনের বিশেষ মুহূর্তকে।
উল্লেখযোগ্য, যদিও ওম একজন বিহারী তবে বিয়ের সম্পূর্ণ আচার হবে বাঙালি রীতি মেনেই। এছাড়া কয়েকদিন আগে বিহারী মতে সম্পন্ন হয়েছে পুজো। জানা গিয়েছে, বিয়েতে মিমি সেজে উঠবেন লাল বেনারসি ও সোনার গয়নায়।
এছাড়া মেন্যুতে থাকবে ওমের প্রিয় মাটন বিরিয়ানি। যদিও রিসেপশনের তারিখ এখনও পর্যন্ত ঠিক হয়নি, তবে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছিলেন অনুগামীরা।