টেক নিউজনিউজ

উৎসবের মরশুমে বাম্পার অফার! 108MP ক্যামেরাযুক্ত Oppo-র এই 5G স্মার্টফোন কিনুন ব্যাপক সস্তায়

কাজের যতই চাপ থাকুক বাঙালির মন কিন্তু এখন বেশ ফুরফুরে আর হবে নাই বা কেন! কদিন পরেই যে উমা পা রাখবেন মর্ত্যে। আর মায়ের আগমন মানে দেদার ঘোরা, প্যান্ডেল হপিং, খাওয়া, ছবি তোলা। বর্তমানে ছবি তোলার হিড়িক যে বেড়েছে সে কথা আর নতুন করে বলে দিতে হয় না। আপনিও যদি এবারের পুজোতে দারুন দারুন ছবি তুলে সকলকে তাক লাগাতে চান তাহলে আপনার জন্য দারুন খবর।

এই মুহূর্তে Oppoএর একটি দুর্দান্ত ক্যামেরাযুক্ত ফোন পেয়ে যাবেন দারুণ অফারে। এই মুহূর্তে ফ্লিপকার্টে oppo 5G কানেক্টিভিটিযুক্ত Oppo Reno 8T ফোনে দারুণ দারুণ ছাড় মিলছে। ফ্ল্যাট ডিসকাউন্ট এক্সচেঞ্জ অফার এবং ব্যাংক অফার নিয়ে যেই ফোনটি আপনি পেয়ে যেতে পারেন 10000 টাকারও কমে। যেখানে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যামেরা, উন্নত মানের ডিসপ্লে ও ফাস্ট চার্জিং ক্যাপাসিটি।

Flipkart offer- Oppo Reno 8T ফোনটির ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির সাধারণ দাম ৩৮৯৯৯ টাকা তবে ফ্লিপকার্টের ফ্ল্যাট ডিসকাউন্টে এটি পাওয়া যাচ্ছে মাত্র ২৩ হাজার ৯৯৯ টাকায়।

Bank offer- এরই পাশাপাশি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ৫% ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন।

Exchange offer- এছাড়াও আপনি যদি আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে ২২ হাজার ৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন।তবে এই ভ্যালু নির্ভর করবে ফোনের ব্র্যান্ড মডেল এবং বর্তমান অবস্থার ওপর। সবকটি অফার ব্যবহার করতে পারলে ফোনটি অনেকটাই কম দামে পেয়ে যাবেন আপনি।

Specification- ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সহ আসা এই ফোনের পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। যার সাথে মিলবে 8gb Ram এবং ২৫৬ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট বিশিষ্ট ৪৮০০ এমএএইচ ব্যাটারি।

আর সব থেকে আকর্ষণীয় এর ক্যামেরা কোয়ালিটি। ফটোগ্রাফির জন্য ফোনে দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। উপরন্ত সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Related Articles