বিনোদনভাইরাল ভিডিও

‘পরম সুন্দরী’ গানের তালে দুর্দান্ত কোমর দুলিয়ে নাচ মিঠাইয়ের, দেখুন ভাইরাল হয়া সেই ভিডিও

‘পরম সুন্দরী’ গানে নাচ করলেন মিঠাই

সামাজিক মাধ্যমে নিত্যদিন ভাইরাল হয় নতুন জিনিস। যেমন সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল। তাই সোশ্যাল মিডিয়ার শক্তি যে কতটা বেশি তা এই ঘটনা থেকেই বোঝা যায়। সামজিক মাধ্যমে ভাইরাল হওয়া যেমন সহজ তেমনি একসময় সকলের নজরের বাইরে চলে যেতেও বেশি সময় লাগে না। কারণ মানুষ দীর্ঘদিন একই জিনিস নিয়ে থাকতে ভালোবাসে না।

বাঁচতে গেলে বদল দরকার হয়। তাই কিছুদিন আগে একটি কিশোর ‘বাচপান কা প্যায়ার’ গেয়ে ভাইরাল হয়েছিল। এরপর ভাইরাল হয় ‘মিমি’ ছবির গান ‘পরম সুন্দরী’। এই গানটি গেয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। গানটি মুক্তি পাওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে। এই গানের সঙ্গে কৃতি স্যানোনের নাচও ভাইরাল হয়েছে দুর্বার গতিতে।

সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এই গানে কোমর দুলিয়েছেন। তেমনি এবার এই গানে কোমর দুলালেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এই নামটি অচেনা ঠেকলেও ‘মিঠাই’ নামটি কোনোমতেই না চিনে থাকবেন না কেউ। কারণ বাংলা ধারাবাহিকের জগতে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। এবার সৌমিতৃষা ভাইরাল এই গানে নাচ করলেন।

ভিডিওতে দেখা যাচ্ছে তার পরনে হলুদ শাড়ি ও মানানসই সাজের গয়না ও চুল সুন্দর করে বাঁধা। সৌমিতৃষা ধারাবাহিকে অভিনয়ের পরই জনপ্রিয় হয়েছেন। তাই তার এই নাচের ভিডিও ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Related Articles