অফবিটভাইরাল ভিডিও

একটি সাপ গিলে খেলো আর একটি সাপকে! হাড়হিম করার দৃশ্য দেখে হতবাক নেটদুনিয়া! রইল ভিডিও

একটি সাপ গিলে খেলো আর একটি সাপকে! যেই হাড়হিম করার দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে নেটদুনিয়া। আমাদের পৃথিবী বৈচিত্র্যময় যেখানে নানান প্রাণীর বাস। তার মধ্যে অন্যতম হলো এই সাপ প্রজাতি। যদিও এই প্রাণীটি ভয়ংকর প্রাণী হিসেবেই পরিচিত। শহর হোক বা গ্রাম সকলেই এই প্রাণীটিকে এড়িয়ে যেতে পছন্দ করেন।

তবে আমাদের সামনে নানার সময় এই সাপের নানান দৃশ্য উঠে আসে। যেগুলো রীতিমতো ভয় পেতে বাধ্য করে। সম্প্রতি সেরকমই একটি দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি সাপ গিলে খাচ্ছে অপর একটি সাপকে। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন একই প্রজাতির প্রাণী কীভাবে নিজের প্রজাতির প্রাণীকে খেয়ে ফেলছে?

তবে এমনই দৃশ্য ধরা পড়েছে সেই ভিডিওতে। ঘটনাটি ঘটেছে হুগলী জেলার পরলগাছা নামক একটি বাজারে। যেখানে দেখা যাচ্ছে একটি সাপ অপর একটি সাপকে গিলে খাচ্ছে। তবে যে সাপটিকে সে খাচ্ছে সেটা বড়ো হওয়ার কারণে পুরোপুরি গিলতে পারছে না মুখ থেকে বার করে দিচ্ছে, কিন্তু ততক্ষণে মারা যায় সেই সাপটি।

ভিডিওটিতে দেখা যায় সর্পরক্ষীরা সাপটিকে খুঁজতে যায়। ঘরের বিভিন্ন জিনিসপত্র সরিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করে। একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। আর সেখানে নানান কমেন্টে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। সকলের মুখে একটাই কথা এরকম দৃশ্য তারা আগে কখনো দেখেননি।

Related Articles