বিনোদন

ICU-তে ছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা, এখন কেমন আছেন, জানালেন ভিডিও পোস্ট করে

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিখ্যাত ডান্স কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। এরপর তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাকে আইসিইউতে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হলে শেষে সেই চিকিৎসায় দারুণ সাড়া দেন রেমো ডিসিউজা। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন রেমো। চিকিৎসায় দারুণ সারা দিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়াও হয়েছে। এরপর বাড়ি ফিরে রেমো এমন একটি কাজ করলেন যার ফলে সকলের মুখে হাসি ফুটে উঠল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রেমো বাড়ির পোশাক পরে বাড়িতেই একটি ভিডিও তৈরি করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে বাড়ির পোশাক, হাতে রয়েছে বেলুন। এরপর বেলুন সরিয়ে তিনি এক গাল হাসি নিয়ে থাম্বস আপ দেখান এবং তিনি জানান তিনি সুস্থ আছেন।

এই ভিডিওটির মাধ্যমে রেমো ডিসিউজা তার সহকারী বন্ধু, ঘনিষ্ঠমহল, ভক্ত ও তার শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। তার অসুস্থতার খবর শুনে যারা আশঙ্কিত হয়ে পড়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন রেমো ডিসিউজা।

এরপর এই ভিডিওটি তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। তারপর তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটির কমেন্ট বক্সে শ্রদ্ধা কাপুর, ববি দেওল, বরুন ধাওয়ান, টেরেন্স লুইস, শক্তি মোহন সহ আরও অনেকে তার বাড়ি ফিরে আসার খবর শুনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া রেমোর অসুস্থতার পর তার পাশে ছিল গোটা ডান্স ফ্রেটার্নিটি। তারা রেমোর দ্রুত আরোগ্য কামনা করে গিয়েছিলেন।

Related Articles