বিনোদন

৩৫টা ছবিতে নায়িকা! বুম্বাদার সাথে অভিনয় করেও কোনদিন প্রেমের অফার পাননি রচনা, বিশাল আফসোস অভিনেত্রীর

টলিউডের অন্যতম অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। বর্তমানে বড় পর্দা থেকে অনেকটাই সরে গিয়েছেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরেই ছোট পর্দায় জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ১’ এতে সঞ্চালিকার পাঠ করছেন অভিনেত্রী। বহু বছর ধরে ‘দিদি নাম্বার ১’ এর সঞ্চালিকা হিসেবে তিনি থাকার ফলে, ‘দিদি নাম্বার ১’ যেন তাকে ছাড়া একদমি অচল। এই শোতে বিভিন্ন দেশের দিদি থেকে শুরু করে নানা জায়গায় দিদিরা আসেন তাঁদের জীবনযুদ্ধের গল্প শোনাতে।

সেইসব দিদিদের গল্প শুনে রীতিমত ইন্সপায়ার হন অভিনেত্রী রচনা। খেলতে আসা সকল দিদিদের জন্য নানা উপহারও থাকে। তবে সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে রচনাকে বলতে দেখা যায়, ৩৫টা সিনেমা করেও কোন দিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাননি। ভিডিওতে রীতিমত আপসোস করেই বললেন রচনা। এই কথা গুলি বলেন অভিনেত্রী ‘অপুর সংসার’ নামক একটি রিয়েলিটি শোতে।

বেশ কয়েকবছর আগে জি বাংলায় জনপ্রিয় রিয়েলিটি শো ছিল ‘অপুর সংসার’। সেই রিয়েলিটি শোতে সঞ্চালকের আসনে ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এই শোতে নানা অভিনেতা-অভিনেত্রীরা আসতেন। তাঁদের জীবনের নানা অজানা কথা শেয়ার করতেন এই শোতে। তেমনি এই শোয়ের একটি এপিসোডে আসেন রচনা। আর সেখানেই শাশ্বতর সাথে রচনার নানা কথোপকথনে উঠে আসে বুম্বাদার কথা। আর তখনি বুম্বাদার সম্পর্কে রচনা বলেন, ৩৫টা সিনেমাতে অভিনয় করেও কোন দিন বুম্বাদার কাছ থেকে প্রেমের অফার পাইনি।

রীতিমত এই বিষয়টা অভিনেত্রীর জীবনে একটি বড় আপসোসের দিক। তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। অভিনেত্রী আর বলেন, বুম্বাদা পাশে এসে বসলেও কোন দিন হাত ধরে দুটো প্রেমের কথাও বলেননি। কখনো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনে হয়নি তাঁকে ভালো দেখতে, তাঁর সাথে দুএকটা কথা বলা যায়। কিন্তু এসব কথা অভিনেত্রী বুম্বাদার নামে মজা করেই বলেছিলেন, তা অভিনেত্রীর মুখ দেখলেই বোঝা যায়।

Related Articles