নিউজ

প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতী হামলা, কোপানো হচ্ছে দম্পতিকে! ভিডিও করলেন পথচারীরা

করোনা কাঁটায় ভুগছে শহর। যত সময় বাড়ছে ততই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। এরই মাঝে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতী হামলা।

ঘটনাস্থল তেলেঙ্গানা, দিনের বেলায় হঠাৎই এক আইনজীবী স্বামী-স্ত্রীর গাড়ি সামনে এসে দাঁড়ায় কালো রঙের একটি গাড়ি। সেখান থেকে দুটি লোক বেরিয়ে টেনে হিঁচড়ে নামায় স্বামী-স্ত্রীকে।

জানা গিয়েছে, ওই দম্পতি নমপল্লী ক্রিমিনাল আদালতের আইনজীবী। তাদের নাম গট্টু ভমন ও নগামণি। ওই হামলাকারীরা ওই ব্যক্তির ও তার স্ত্রীর উপর হামলা চালায়।

প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতী হামলা, কোপানো হচ্ছে দম্পতিকে! ভিডিও করলেন পথচারীরা

এরপরেই মাটিতে রক্তাক্ত অবস্থায় ছটফট করার সময় হামলাকারীর নাম উল্লেখ করে। আইনজীবী দম্পতিকে হাসপাতালে নিয়ে গেলে, তাদের মৃত ঘোষণা করে। ইতিমধ্যেই ১০ জনকে আটক করা হয়েছে৷ মূল অভিযুক্তকে এখনও আটক করা হয়নি।

Related Articles