অর্ধ নগ্ন অবস্থায় বিগ বসের ঘরে স্নান সারলেন অভিনেত্রী রাখি, মুহূর্তে ভাইরাল ভিডিও

কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। তবে জনপ্রিয়তার সাথে সাথে এই শো’টি বিতর্কিতও বটে। কারণ বিভিন্ন সময়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে এই শো ঘিরে। সলমন খান দ্বারা সঞ্চালিত এই শো’এর বর্তমানে ১৪তম সিজন চলছে। আর সেখানে প্রতিযোগী হিসেবে রয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত(Rakhi Sawant)। আমরা সকলেই জানি রাখি মানেই সেখানে সমালোচনা থাকবেই। তাইতো এবার উঠে এলো সেরকমই একটি দৃশ্য।
সম্প্রতি উঠে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে রাখিকে স্নান করিয়ে দিচ্ছেন আরেক প্রতিযোগী রাহুল বৈদ্য(Rahul Vaidya)। অর্ধনগ্ন অবস্থায় শ্যাম্পু দিয়ে স্নান করতে দেখা গিয়েছে রাখিকে। আসলে রাখিকে স্নান করানোর ভার পড়েছিল রাহুলের ওপর। প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রসঙ্গত, ‘বিগ বস’এর ঘরে প্রতিদিন কোনো না কোনো টাস্ক চলতে থাকে। এবারের টাস্কটিতে সমস্ত সদস্যদের দুটি ভাগে ভাগ করা হয়েছে।
যার একদিকে রয়েছে লাল দল, সেখানে সদস্য হিসেবে রয়েছেন অভিনব শুক্লা, রুবিনা, নিকি ও আরশি। আর হলুদ দলে রয়েছেন আলি গনি, রাহুল বৈদ্য, দেবলীনা। প্রত্যেক সদস্যদের কাছে রয়েছে একটি করে সাইকেল, যেটিকে অন্য দলের সদস্যদের থেকে রক্ষা করতে হবে। অন্যদিকে প্রতিপক্ষ দলের প্রতিযোগী রুবিনার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার জন্য রাখি একের পর এক কার্যকলাপ করেই চলেছেন।
এবারে তিনি নিজের সারা শরীরে লাল লিপস্টিক দিয়ে রুবিনার স্বামী অভিনবের নাম লিখেছেন। ‘আই লাভ অভিনব’ লেখার পর সবাইকে বলেন নিজের শরীরে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। যে কারণে ক্ষুব্ধ হয়ে রুবিনা তার স্বামীকে বলেন ‘রাখি তার সীমা ছাড়িয়ে যাচ্ছেন, তাকে উৎসাহিত কোরো না।’ উল্লেখযোগ্য, কয়েকদিন আগেও রাখির একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে তিনি জানিয়েছিলেন শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তাকে টয়লেট ব্যবহার করতে দেওয়া হয়নি।