আমির খানের সাথে রাখি সাওয়ান্ত, ভিডিও ভাইরাল হাঁ ভক্তরা

সম্প্রতি ‘আরআরআর’ সিনেমার সাফল্য উদযাপন করার জন্য হায়দ্রাবাদে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা মিললো বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান(Amir Khan) এবং ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ রাখী সাওয়ান্তের(Rakhi Sawant)। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত এই সিনেমাটি। আমরা সকলেই জানি যে এই পরিচালক মানেই তার সিনেমা সুপারহিট হয় বক্সঅফিসে।
এবারেও তার ব্যতিক্রম হয়নি, শোনা গিয়েছে ইতিমধ্যেই সারাবিশ্বে ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। সেই উপলক্ষ্যে হায়দ্রাবাদে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে রীতিমতো চাঁদের হাট বসে গিয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আমির খান থেকে শুরু করে একাধিক তাবড়-তাবড় তারকারা। এই পার্টির বেশ কিছু দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেরকমই একটি ভিডিওতে দেখা গিয়েছে আমির খান এবং রাখী সাওয়ান্তকে। একটি ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দিচ্ছেন এই দুই তারকা আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে সিনেমার পোস্টার। ভিডিওতে দেখা গিয়েছে একটি সাদা রঙের শার্ট এবং সবুজ প্যান্ট পরে রয়েছেন আমির খান। অন্যদিকে রাখীকে দেখা গিয়েছে একটি কমলা রঙের থাই স্লিট পোশাক পরিহিত অবস্থায়।
বর্তমানে এই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘আরআরআর’ সিনেমাটি। যেখানে অভিনয় করেছেন রামচরণ(Ramcharan), জুনিয়র এনটিআর(Junior NTR), আলিয়া ভাট(Alia Bhat), অজয় দেবগণ(Ajay Devgan) প্রমুখ তারকারা।