Republic Day Special ! সর্ব-প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে কুচকাওয়াজে যোগ দেবেন ভাবনা কান্থ!

সামনেই প্রজাতন্ত্র দিবস। আর সেইদিন টেলিভিশনে গোটা দেশ জুড়ে কুচকাওয়াজ দেখা যাবে প্রতিবারের মতন। বেশ কিছুদিন আগে ভারতীয় বিমান বাহিনীতে তিন জন মহিলাকে চালকের স্থান দেওয়া হয়েছিল। এবার তারই একজন প্রজাতন্ত্র দিবসের দিন ফাইটার জেট চালক হিসাবে কুচকাওয়াজে অংশ নিতে চলেছেন। জানা গিয়েছে, তিনি ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ট্যাবলোর অংশ থাকবেন তিনি।
যেখানে মেক ইন ইন্ডিয়া (Make in India) -এর আদর্শ তুলে ধরা হবে। ওই তিন জন মহিলার মধ্যে একজনকে চালকের আসন দেওয়া হয়েছে। আর তিনি হলেন ভাবনা কান্থ (Bhabna Kanth)। এই প্রসঙ্গে ভাবনা কান্থ জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই টেলিভিশনের পর্দায় প্রজাতন্ত্র দিবসের দিন কুচকাওয়াজ দেখতেন। এবার নিজেই সেই অনুষ্ঠানের একজন হতে পেরে খুব গর্ববোধ করছেন।
তাকে রাফাল বা সুখোইয়ের মতন জেট বিমান চালাতে দিলেও তিনি ভিষণ আনন্দিত হবেন বলে জানিয়েছেন। এবার প্রজাতন্ত্র দিবসে প্রথম বার আকাশে উড়তে দেখা যাবে রাফাল বিমান। ২৬শে জানুয়ারি একটি বিশেষ ফর্মেশনে রাফাল বিমানগুলি আকাশে উড়বে। এছাড়া দেখা যাবে লাইট, সুখোই ৩০এমকেআই, এলসিএ তেজস, কমব্যাট হেলিকপ্টার, আকাশ মিসাইল।