প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে তাদের কর্মফল ভুগতে হবে! খোলা চিঠিতে ধুয়ে দিলেন শ্রীলেখা

টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর(Abhishek Chatterjee) মৃত্যুর পর এবার মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra)। আমরা সকলেই জানি যে এই অভিনেত্রী বরাবর স্পষ্টবক্তা। সত্যি বলতে কোনোদিনই ভয় পান না তিনি। তাইতো তার লেখনীতে বারবার প্রতিবাদের সুর উঠেছে। সম্প্রতি সেরকমই এবার প্রথমসারির কিছু তারকাদের নিয়ে সরব হয়েছেন তিনি। যেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী(Prasenjit Chatterjee) থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)।
একটি সংবাদমাধ্যমের লেখায় তিনি জানিয়েছেন মিঠুদা অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায় নেই তবুও তিনি তাকে ভুলতে পারছেন না। তবে তিনি যখন বেঁচে ছিলেন তখন কেউ তাকে বোঝেননি। টলিউড ইন্ডাস্ট্রিতে যেসব কথা চেপে রাখা হয়েছিল তিনি চলে যাওয়ার পর নাকি সেগুলি বেরিয়ে এসেছে। অভিষেক বরাবর ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খুলেছেন কিন্তু দাদা-দিদিদের নামে কিছু বললেই তারা অস্বস্তিতে পড়ে গিয়েছেন।
এরপর তিনি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে সরাসরি আক্রমণ করে বলেন, ‘ইন্ডাস্ট্রির কিছু দাদা-দিদি ভীষণই আমিময়। তাদের মতে নব্বইয়ের দশকেও তারা তারকা আর ২০২২ এ এসেও তারাই তারকা। একজন ভাবেন তার বাড়িতে খাবার না পৌঁছলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে নালিশ করতে হবে। আর আরেকজন মনে করেন তিনি দেরি করে পৌঁছলেও বিমানবন্দরে তার জন্য বিমান অপেক্ষা করবে।’
এখানেই শেষ নয় নিজের বিষয়েও তিনি বলেন লিখেছেন। বলেছেন ‘আমিও ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খুলেছিলাম। যা শুনে কিছুজন বলেছিল তোর এতো সাহস? সত্যি কথাগুলো বলে দিলি? কিন্তু বাইরে বের হলে তারা কিছু প্রভাবশালী দাদা-দিদির ভয়ে মুখ খুলতে পারেনি। হয়তো আমি চলে যাওয়ার পরে তারাও নিজের মৌনতা ভাঙবেন।’ আসলে ইন্ডাস্ট্রির ভেতরে যেসব রাজনীতি চলে সেই বিষয়েই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
তবে তিনি শেষে গিয়ে কর্মফলের কথা উল্লেখ করেছেন। কারণ, তিনি বিশ্বাস করেন অভিষেক এবং তার প্রতি যারা অন্যায় করেছেন তারা তাদের কর্মফল নিশ্চয়ই পাবেন। তার মতে প্রতিশোধ নিতে এখন তার ক্লান্ত লাগে। কিন্তু কর্মফলের ক্লান্তি নেই তাই একদিন সে সঠিক বিচার করবে, এমনই আশায় রয়েছেন তিনি। আর তার এই লেখা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে তাদের কর্মফল ভুগতে হবে! খোলা চিঠিতে ধুয়ে দিলেন শ্রীলেখা