বিনোদন

সলমন-ঐশ্বর্যর আধুরি প্রেম কাহিনী, শেষবারের জন্য মুখ খুললেন রাই সুন্দরী

একসময় বলিউডে জনপ্রিয় জুটি ছিলেন আজকের ভাইজান সালমান খান(Salman Khan) ও অভিনেত্রী ঐশ্বর্য রাই। তাদের একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকেরা। যদিও তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না কিন্তু মানুষ অপেক্ষা করতেন তাদের আগামী ছবি মুক্তি পাওয়ার আশায়। তবুও এই জুটির জনপ্রিয়তা ছিল। তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে বহুবার। মিস ওয়ার্ল্ড হওয়ার পর ঐশ্বর্য(Aishwarya Rai Bachchan) তার পেশাগত জীবন অর্থাৎ অভিনয়ে সেভাবে সাফল্য পাচ্ছিলেন না৷ তখন তিনি বিভিন্ন দক্ষিণের ছবিতে অভিনয় করতেন। কিন্তু বলিউডে তিনি সুযোগ পাচ্ছিলেন না।

সলমন-ঐশ্বর্যর আধুরি প্রেম কাহিনী, শেষবারের জন্য মুখ খুললেন রাই সুন্দরী

যদিও পরিচালক সুভাষ ঘাই ঐশ্বর্যকে তার ছবিতে অভিনয় করার জন্য বেছে নিতেন। কিন্তু অন্যান্য পরিচালকেরা ঐশ্বর্যের উপর ভরসা করতে পারতেন না। আর এরপরই ঐশ্বর্যের সঙ্গে আলাপ বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে। জানা যায়, ঐশ্বর্য(Aishwarya Rai Bachchan) সালমান খানের(Salman Khan) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এরপর তার হাতে আসে বলিউডের একটি সিনেমার একেবারে নায়িকার ভূমিকায় অভিনয় করার সুযোগ। সালমান খানের সুপারিশে সঞ্জয় লিলা ভনশালীর সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয় করেন ঐশ্বর্য।

সলমন-ঐশ্বর্যর আধুরি প্রেম কাহিনী, শেষবারের জন্য মুখ খুললেন রাই সুন্দরী

নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্য এবং দুইজন নায়কের ভূমিকায় অভিনয় করেন সালমান খান(Salman Khan) ও অজয় দেবগন। যদিও সালমান ও ঐশ্বর্য তাদের সম্পর্কের মাধ্যমে এই সিনেমায় অভিনয় শুরু করেন কিন্তু এই ছবির সেটেই তাদের সম্পর্কে চিড় ধরে। জানা যায়, এই ছবির সেটে বলিউড অভিনেতা সালমান খান ঐশ্বর্যকে(Aishwarya Rai Bachchan) বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ঐশ্বর্য সেই প্রস্তাব গ্রহণ করেননি। তিনি ফিরিয়ে দেন এবং জানান সালমান ও তার ধর্ম আলাদা। এরপর সালমান রেগে গিয়ে ঐশ্বর্যকে আঘাত করেন।

সলমন-ঐশ্বর্যর আধুরি প্রেম কাহিনী, শেষবারের জন্য মুখ খুললেন রাই সুন্দরী

আঘাত এতটাই গুরুতর হয় যে হাতে প্লাস্টার করেন ঐশ্বর্য। ‘হাম দিল দে চুকে সনম’ ছবির শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পর ঐশ্বর্য মনস্থির করেন তিনি সালমানের সঙ্গে আর কাজ করবেন না। এমনকি তিনি সালমান খানের(Salman Khan) বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। এরপর সালমানের কাকুতিমিনতি ও অপরদিকে ঐশ্বর্যের প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে বেশ কিছুদিন যাওয়ার পর ঐশ্বর্যের(Aishwarya Rai Bachchan) বাবা কৃষ্ণরাজ রাই-এর হস্তক্ষেপে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপরে যদিও সঞ্জয় লিলা ভনশালী তার পরবর্তী ছবির জন্য সালমান খান, ঐশ্বর্য রাই ও রানী মুখার্জিকে কাস্ট করেন কিন্তু ঐশ্বর্য না করে দেন।

Related Articles