টেক নিউজনিউজ

জবরদস্ত ক্যামেরার সঙ্গে থাকবে তুখোড় ফিচারস, বাজার গরম করতে আসছে Samsung Galaxy S23 FE

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত স্মার্টফোন ‘Samsung Galaxy S23 FE’। তবে অফিশিয়ালি লঞ্চের আগেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এলো। যেখান থেকে ফোনটির ডিজাইন এবং রঙের আন্দাজ করা গিয়েছে। যা জানার পর গ্রাহকদের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। জানা গিয়েছে এই ফোনে চারটি রং থাকতে পারে। যেগুলি হলো পার্ল হোয়াইট, ব্ল্যাক গ্রাফাইট, পার্পেল ল্যাভেন্ডার এবং অলিভ।

এই রঙগুলি ফোনটিতে বিশেষ মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। যদি আমরা ডিজাইন দেখি তাহলে এটি এই সিরিজের আগের ফোনের মতোই হতে পারে। বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে এই স্মার্টফোনের মডেল নাম্বার হবে ‘SM-S711U’, যা এই বিষয়টির ইঙ্গিত করে যে এতে ওয়্যারলেস চার্জিং সুবিধা পাওয়া যাবে।

শোনা যাচ্ছে এই ফোনে থাকবে ৬.৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে। যেটি খুব সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করবে। ফোনটি চালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে থাকবে Exynos 2200 chipset বা Snapdragon 8+ Gen 1।

ক্যামেরা দেখতে গেলে এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। পাওয়ার ব্যাকআপ হিসেবে এতে পাবেন ২৫ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী।

এতো কিছু ফিচার জানার পর সকলের মনেই প্রশ্ন কবে এই ফোনটি লঞ্চ হবে। শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকে হয়তো ফোনটি বাজারে আসতে পারে। যদি দামের কথা বলি তাহলে সেটি আনুমানিক ৫০,০০০ টাকা হতে পারে। তবে এই ফোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

Related Articles