বিনোদনভাইরাল ভিডিও

একই বেডে ক্যাটরিনা কাইফের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে শাহরুখ, হাতেনাতে ধরা পড়ল ক্যামেরার লেন্সে

বিভিন্ন বলিউড তারকাদের জীবনকাহিনী নিয়ে যেন কৌতুহলের শেষ নেই দর্শকদের মনে। তারা কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কী করছেন সেইসব বিষয় সর্বদাই হট টপিক। তবে অনেক তারকাই আছেন যারা ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে পছন্দ করেন না। মিডিয়া থেকে সর্বদা দূরে থাকতে পছন্দ করেন তারা। সেরকমই একজন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ(Katrina Kaif)।

যিনি নিজের ব্যক্তিগত জীবনকে যতখানি সম্ভব মিডিয়া থেকে দূরে রাখার চেষ্টা করেন। কিন্তু তাতে কি! এরপরেও তারকাদের বিভিন্ন মুহূর্তের দৃশ্য উঠে আসে মিডিয়ায়। সেরকমভাবেই সম্প্রতি এই অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রথম নজরে দেখলে মনে হবে, তার গায়ে নেই কোনো কাপড়। শুধুমাত্র কম্বল জড়িয়ে রয়েছেন তিনি।

তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, তার পরনে রয়েছে অফ শোল্ডার একটি ড্রেস। শুধু তাই নয় একই কম্বলের মধ্যে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানও। প্রকাশ্যে আসতেই এই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। পাশাপাশি সকলের মনে এও প্রশ্ন জেগেছে যে, এই অবস্থায় কেন তারা? পরে জানা গিয়েছে আসলে সেটি শ্যুটিংয়ের একটি দৃশ্য।

আর সিনেমাটির নাম ‘জব তক হ্যায় জান’। আমাদের সকলেরই জানা জনপ্রিয় প্রযোজক যশ চোপড়ার শেষ ছবি ছিল সেটি। মুক্তির পর বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছিল শাহরুখ(Shah Rukh khan), ক্যাটরিনা(Katrina Kaif) ও অনুষ্কা শর্মা অভিনীত এই ছবিটি। এরপর এতোদিন পর ফের ভাইরাল হল তাদের অন্তরঙ্গ মুহূর্তের সেই দৃশ্য।

Related Articles