‘প্যার দো প্যার লো’ গানে তুমুল নাচ শামিপত্নীর, ভিডিও ভাইরাল হতেই অশ্লীন মন্তব্যের শিকার হাসিন জাহান

হাসিনা জাহান যিনি ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হাসিনা জাহানকে নাচতে দেখা গিয়েছে একটি গানের তালে। গানটি নেহা কক্করের গাওয়া একটি হিন্দি গান ‘প্যার দো প্যার লো’ গানে নাচ করেছেন তিনি। নাচের ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
তবে প্রচুর কমেন্টের মাঝে বহু তীর্যক মন্তব্যও ভেসে আসে। গত ২০১৮ সালে হাসিনা জাহান তার স্বামী ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ আনেন।
তাদের মধ্যের সম্পর্কের সমস্যা দেখা দেয়। হাসিনা জাহান স্বামী মহম্মদ শামির বিরুদ্ধে অত্যাচার, ও ধর্ষণের মত গুরুতর অভিযোগ নিয়ে মামলা দায়ের করেন। তবে মহম্মদ শামি গোটা বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন। আর এরপর থেকেই হাসিনা জাহানকে বারবার নেটিজেনদের তীর্যক মন্তব্যের মুখে পড়তে হয়েছে।
তবে 28শে আক্টবার ২০২০তে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি হাসিনা জাহান পোস্ট করে লিখেছেন “গাটারকে শুয়ার কো আগ লাগে তো মে জিম্মেদার নেহি”। ভিডিওটি ১ লক্ষ মানুষেরও বেশি জন দেখেছেন। ভিডিওটি লাইক করেছেন ১১ হাজারেরও বেশি মানুষ। তবে কমেন্টে উঠে এসেছে নেটিজেনদের তীর্যক মন্তব্য।