বিনোদন

Shruti-Swarnedu: জন্মদিনের পার্টিতে ব্যাকলেস ব্লাউজে স্বর্ণেন্দুর সাথে দুর্দান্ত নাচ শ্রুতির, ভিডিও ভাইরাল হতেই বিতর্কের জেরে অভিনেত্রী!

সম্প্রতি এবার স্বর্ণেন্দু সমাদ্দারের জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠে এলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস(Shruti Das)। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীর নাম আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। কারণ, নিজের ছকভাঙ্গা অভিনয় এবং স্পষ্টবাদী মনোভাবের কারণে বিভিন্ন সময় সমালোচনায় উঠে আসেন তিনি। এছাড়া প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের কারণেও চর্চায় থাকতে দেখা যায় তাকে।

আসলে প্রথমবার প্রেমিকের পরিচালিত ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। যার ফলে সকলেই বলেছিলেন প্রেমিকের জন্যই কাজ পেয়েছেন এই অভিনেত্রী। এরপর তাকে দেখা যায় ‘দেশের মাটি’ ধারাবাহিকের মূল চরিত্রে। যদিও বর্তমানে অভিনয়ের থেকে খানিকটা দূরেই রয়েছেন তিনি। আসলে তিনি এখন নিজের ইউটিউব চ্যানেলটি নিয়ে ব্যস্ত রয়েছেন।

সম্প্রতি সেখানে একটি মিনি ভ্লগ দেখা দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে স্বর্ণেন্দু সমাদ্দারের জন্মদিন উপলক্ষ্যে মেতে উঠেছিলেন অভিনেত্রী। স্বর্ণেন্দুর জন্মদিন উপলক্ষ্যে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রেমিকা শ্রুতির সাথে আনন্দে মেতে উঠেছিলেন তিনি। যেখানে একেবারে নিজের মতোন করেই শ্রুতি প্রেমিকের জন্মদিন পালন করেছেন। কেক কেটে আনন্দের সাথে দিনটি উদযাপন করেছেন সকলে মিলে।

এদিন অভিনেত্রীকে একটি গোলাপী শাড়ি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। জন্মদিনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্য, একটি সংবাদমাধ্যমের কাছে শ্রুতি জানিয়েছিলেন তিনি স্বর্ণেন্দুর কোনো ধারাবাহিকে কাজ করবেন না। কাজ করলে সকলেই আবার বলতে শুরু করবেন প্রেমিক ছাড়া অন্য কোনো পরিচালকের কাছ থেকে তিনি কাজ পান না। এক কথায় বলতে গেলে নতুন বিতর্ক থেকে দূরে থাকতে চান অভিনেত্রী।

Related Articles