বিনোদন

সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী, নব দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিল নেটিজেনরা

একজন টলিউডের জনপ্রিয় গায়িকা আর অন্যজন সঙ্গীত জগতের খ্যাতনামা পরিচালক। চলতি বিয়ের মরশুমে আইনিভাবে আবদ্ধ হলেন বিবাহবন্ধনে। আর কেউ নন তারা হলেন ইমন চক্রবর্তী(Iman Chakraborty) ও নীলাঞ্জন ঘোষ(Nilanjan Ghosh)। রবিবার সোশ্যাল মিডিয়ায় ইমন একটি পোস্ট করে জানালেন, আইনি বিবাহ সম্পন্ন হয়েছে তাদের।

এদিন ইমনের পরনে ছিল লাল শাড়ি ও হালকা গয়না। অন্যদিকে নীলাঞ্জন পরেছিলেন সাদা পাঞ্জাবী। পোস্ট করতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। গত বছর পুজোর সময় বাগদান পর্ব সেরেছেন এই তারকা জুটি। তবে তারপর থেকেই তারা একসাথে থাকছিলেন না। ইমন জানিয়েছিলেন করোনা আবহে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করবেন না।

এরপর বিয়ের তারিখ হিসেবে ঠিক হয় নতুন বছরের ২রা ফেব্রুয়ারী। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আইবুড়োভাত পর্ব, প্রি-ওয়েডিং ফটোশ্যুট ও ব্যাচেলর পার্টি। জানা গিয়েছে ২রা ফেব্রুয়ারী ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের পর, সেদিন রাতেই হবে রিসেপশন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই মহা আড়ম্বরের সাথে বসবে বিয়ের আসর।

উল্লেখযোগ্য, বিয়েতে নবদম্পতির পোশাক নির্বাচনের দ্বায়িত্বে রয়েছেন তাদের বন্ধু তথা ডিজাইনার অভিষেক রায়। জানা গিয়েছে গায়ে হলুদের দিন ইমন পরবেন সাদা কেরল কটন শাড়ি। একইসাথে বরের পরনে থাকবে সাদা ও হলুদ মেশানো লিনেনের কুর্তা-কেরল ধুতি। শুধু তাই নয় বিয়ের দিন ডিজাইনার লাল বেনারসীতে সেজে উঠবেন ইমন ও নীলাঞ্জন পরবেন লাল সাদা পাঞ্জাবী।

Related Articles