চিন্তার দিন শেষ! এবার মহাকাশের সৌরশক্তি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে বিদ্যুৎ সরবরাহ করছে গবেষকরা!

শোনা যাচ্ছে, মহাকাশে সৌরশক্তি স্যাটেলাইটের মাধ্যমে আহরণ করে সেটিকে মাইক্রোওয়েভ বিমের মাধ্যমে পৃথিবীতে আনার পরিকল্পনা করছে উদ্যেক্তারা। আগামী ২০৩৫ সালে এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বলে জানা গিয়েছে, এমনটাই জানিয়েছে শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও গবেষকদের সংঘবদ্ধ উদ্যোগ ‘স্পেস এনার্জি ইনিশিয়েটিভ (এসইআই)’-এর কো-চেয়ারম্যান মার্টিন সোলটাও।
জানা গিয়েছে, এই ব্রিটিশ সংগঠনটি ‘ক্যাসিওপিয়া’ নামক একটি প্রকল্প নিয়ে কাজ করছে। আর এই কারণে মহাকাশে ‘সোলার ফার্ম’ স্যাটেলাইটের নেটওয়ার্ক গড়ে তুলতে চায় তারা। এর ফলে স্যাটেলাইটগুলির ফলে মহাকাশ থেকে মিলবে সৌরশক্তি। আরও জানা গিয়েছে, এই প্রযুক্তি আগামী ২০৫০ সালে গোটা বিশ্বের চাহিদা পূরণ করতে পারবে।
জানা যাচ্ছে, প্রযুক্তিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানটির মাধ্যমে ফ্রেজার-ন্যাশ এ প্রযুক্তির কার্যক্ষমতা যাচাই করা হয়েছে। ইতিমধ্যে সৌরশক্তি প্রকল্পের জন্য ৩০ লক্ষ পাউন্ড টাকা দেওয়া হয়ে গিয়েছে। এর জন্য কাজ করবে রোবট। স্যাটেলাইটগুলির সমস্ত দেখভালের দায়িত্ব থাকবে রোবটের হাতে।
মহাকাশ থেকে আহরণ করা সৌরশক্তি স্যাটেলাইটের মাধ্যমে রেডিও ওয়েভ হিসেবে রেকটিফাইং অ্যান্টেনাতে পাঠানো হবে। যার ফলে রেডিও ওয়েভের সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। এই স্যাটেলাইট দুই গিগাওয়াট বিদ্যুৎ শক্তি আহরণ করতে পারবে। আগামী কয়েকবছর পর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যুৎ-এর চাহিদা পূরণ হবে।