মাথা ভর্তি সিঁদুর, গলা ভর্তি গয়না, তুমুল জল্পনার মধ্যেই কনের সাজে শ্রাবন্তী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। খুব অল্প বয়সেই নিজের অভিনয় দক্ষতা এবং অপরূপ সৌন্দর্যের মাধ্যমে জায়গা করে নিয়েছেন টলি পাড়ায়। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। সচরাচর নিজের জীবনের মুহূর্তগুলিকে ভাগ করে নেন অনুগামীদের সাথে। কখনও চুলে ফুল গুঁজে আবার কখনও ওড়না জড়িয়ে নানান ছবিতে নজর কাড়েন নেট নাগরিকদের।
তবে এবার তাকে দেখা গেল অন্যরকম রূপে। লাল বেনারসী, গা ভর্তি গয়না ও মাথায় ফুল দিয়ে সেজে উঠেছেন নতুন বউয়ের সাজে। অনুগামীদের সাথে সাথে তার এই সাজ স্বামী রোশনের বুকেও ঝড় তুলবে। ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। পাশাপাশি কমেন্টে শুরু হয় প্রশংসার বন্যা। অন্যান্য সাজের চেয়ে এই সাজেই তাকে বেশী সুন্দরী লাগছে।
অন্যদিকে, করোনা আবহে বেশ কিছুটা সময় কাটার পর এবার লকডাউন শিথিল হতে শুরু করেছে। এরপর ধীরে ধীরে কর্মজগতে ফিরে যাচ্ছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আগত ছবির শ্যুটিং। তবে কাজের ফাঁকে ফাঁকেই ছবি বা ভিডিও তুলে তা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তার মনভোলানো হাসিতে যে কেউ প্রেমে পড়তে বাধ্য।