ছবি চূড়ান্ত সফল হবে জানা সত্ত্বেও সানির সঙ্গে কাজ করতে রাজি হননি শ্রীদেবী, আসল কারন কি ছিল?

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সানি দেওল(Sunny Deol)। একসময় বলি ইন্ডাস্ট্রিতে রাজ করতেন তিনি। অন্যদিকে সেই সময়ে অভিনেত্রীদের তালিকায় শীর্ষ স্থানে ছিলেন শ্রীদেবী(Sridevi)। তখনকার দিনে সানি-শ্রীদেবী জুটিকে বেশ পছন্দ করতেন দর্শকেরা। তবে জানলে অবাক হবেন যে, সানি দেওলের সাথে একটি ছবিতে অভিনয় করতে অস্বীকার করেছিলেন শ্রীদেবী।
বক্সঅফিসে সাফল্য নিশ্চিত জেনেও মুখের ওপর সানির প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই অভিনেত্রী। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কী এমন ঘটেছিল সেই সময়ে। ১৯৮৯ সালে এই জুটির দুটি ছবি ‘চালবাজ’ এবং ‘নিগাহ’ প্রবল সাফল্য লাভ করে। যার ফলে দর্শকমহলে তাদের চাহিদা বেড়ে যায় বহু মাত্রায়। এছাড়া, শ্রীদেবীর শ্যুটিং নিয়ে সময়জ্ঞান ছিল প্রশংসা করার মতো।
আসলে দুজন দুজনের কাজ করার ধরন খুবই পছন্দ করতেন। তবে ধর্মেন্দ্রর বানানো ছবি ‘ঘায়েল’এ অভিনয় করতে অস্বীকার করেন শ্রীদেবী। পরিচালক রাজকুমার সন্তোষি পরিচালিত এই ছবিতে কাজ করার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সানি। কিন্তু শ্রীদেবী তা ফিরিয়ে দেন এবং জানান ছবিটি নায়ক নির্ভর। নায়িকার তেমন ভূমিকাই নেই।
যদিও প্রকৃত কারণ ছিল অন্যকিছু। সেইসময় অনিল কাপুরের সাথে ঝামেলা চলছিল সানির। যেহেতু, কাপুর ও শ্রীদেবী খুবই ঘনিষ্ঠ ছিলেন। তাই অনিল কাপুর চাননি, সানি ও শ্রীদেবী একসাথে অভিনয় করুক। অনিলের এই ইচ্ছেকে সম্মান দিতেই নাকি সানির ছবি প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তখন শ্রীদেবীর পরিবর্তে অভিনয় করেন মীনাক্ষী শেষাদ্রি। জাতীয় পুরস্কারসহ বক্স অফিসে তুমুল সফলতা পায় ছবিটি।