টেক নিউজনিউজ

৩২MP সেলফি ক্যামেরা, Samsung-কে টেক্কা দিতে সস্তায় ফোল্ডিং স্মার্টফোন আনছে Tecno, এই দিনে লঞ্চ

সম্প্রতি ‘Tecno’র তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে চলতি মাসেই বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে ‘Phantom V Flip 5G’। ভারতীয় গ্রাহকেরা সেটি কিনতে পারবেন ‘amazon’ ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও এই ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বিশ্ববাজারে এই ফোনটি লঞ্চ হবে আগামী ২২শে সেপ্টেম্বর।

ফোনটি মূলত কালো এবং নীল শেডে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। তবে ভারতীয় বাজারে কবে এটি লঞ্চ হবে সেই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। খুব সম্ভবত বিশ্ববাজারে লঞ্চ হওয়ার কিছুদিন পরেই সেটি ভারতীয় বাজারে উপলব্ধ হবে বিক্রির জন্য।

আনুমানিক ফিচার: এতে থাকছে ৬.৯ ইঞ্চি ফোল্ডেবল ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর-সহ ১৩ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাবেন এই ফোনে।

যা চালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে MediaTek Dimensity 1300 MT6893Z থাকবে। পাওয়ার ব্যাকআপ সামলাতে দেওয়া হবে ফাস্ট চার্জিংযুক্ত ৪০০০ mAh ব্যাটারী। যদি আমরা অন্যান্য ফিচার দেখি তাহলে থাকবে ব্লুটুথ, ওয়াইফাই, ফাইভ-জি কানেকশন ইত্যাদি। তিনটি রংয়ে উপলব্ধ হবে এই ফোন। যেগুলি হলো সাদা, বেগুনী এবং কালো।

দাম: যদিও দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে ৫০,০০০ টাকা দাম রাখা হতে পারে এই ফোনটির।

Related Articles