
এবার সেলেবদের বিয়ের তালিকায় যোগ হল আরও নতুন দুজনের নাম। তারা হলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় চাহাল ও কোরিওগ্রাফার এবং ইউটিউবার ধনুশ্রী। তাদের মঙ্গলবার চার হাত এক হল। মঙ্গলবার গুরুগ্রামে বসেছিল আলিসান বিয়ের আসর। গুরগ্রামের কর্মা লেক রিসোর্টে বিয়ে সম্পন্ন হয় এই সেলেব জুটির। কনের সাজে ধনুশ্রীর সাজ ছিলো নজরকাড়া।
লাল টুকটুকে লেহেঙ্গায় তাকে অপরূপ লাগছিল। সঙ্গে চাহাল মানানসই পোশাক ও লাল পাগড়িতে এই জুটি একেবারে কুপোকাত করেছেন সকলকে। হিন্দু মতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একজন যেখানে খেলোয়াড়, অন্যজন ইউটিউবার। তাই এদের সাক্ষাৎ কীভাবে হয়েছিল এটি একটি প্রশ্নের বিষয়। আর এই প্রশ্নের খোলসা করেছেন ইউটিউবার ধনুশ্রী।
ধনুশ্রী একটি সাক্ষাৎকারে জানান, চাহাল তার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে যান। আর এরপরই সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই গ্রহণ করে নেন ধনুশ্রী। চাহাল ধনুশ্রীর নাচের ভিডিও দেখতেন। তার কথায় এটি একরম শিক্ষক ও ছাত্রের সম্পর্কের মতন। ধনুশ্রী জানান, তার নাচ দেখে চাহালের ভালো লাগে এবং তার সঙ্গে যোগাযোগ করতে চায়।
এভাবেই সাক্ষাৎ হয় দুজনের। এর আগেও চাহাল ও ধনুশ্রীর একটি ট্রিপের ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এবার মঙ্গলবার একেবারে চার হাত এক হল। আর সেই আবেগে ভাসল নেট দুনিয়া।