বিনোদন

“মহানায়ক উত্তম কুমার আমার অনেক সম্বন্ধ ভেঙেছেন”- মধুর প্রেম নিয়ে অকপট Sabitri Chatterjee

সাবিত্রী চট্টোপাধ্যায় এই নামটা কিন্ত আজও সকলের মুখে হাঁসি ফোঁটায়। সেই উত্তম কুমারের সময় থেকে আজও সাবিত্রী চট্টোপাধ্যায় কিন্ত টলি পাড়া কাঁপাচ্ছেন। বিভিন্ন ধারাবাহিকে এখনও অভিনয় করেন তিনি। আর এবার প্রেম নিয়ে অকপট সাবিত্রী।

একসময় উত্তম সুচিত্রা জুটির পাশাপাশি কিন্ত উত্তম সাবিত্রী জুটিও বেশ জনপ্রিয় ছিল।উত্তম কুমারের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেন সাবিত্রী। লাখ টাকা, ‘কল্যাণী’, ‘অনুপমা’, ‘রাইকমল’, ‘নবজন্ম’, ‘মরুতীর্থ হিংলাজ’, ‘রাজা সাজা’, ‘দুই ভাই’, ‘ভ্রান্তিবিলাস’, ‘মোমের আলো’, ‘নিশিপদ্ম’, ‘রাতভোর’, ‘উপহার’, ‘মৌচাক’‘ধন্যি মেয়ে’-র মতো বহু সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন সাবিত্রী ।

বেশ কয়েকদিন ধরে সিনেমা থেকে সাবিত্রী বিদায় নিলেও ধারাবাহিকে কিন্ত ধারাবাহিক ভাবে অভিনয় করেছেন সাবিত্রী। তবে, আজও কিন্ত সাবিত্রী সিঙ্গেল। তবে এবার প্রেম নিয়ে কথা বললেন সাবিত্রী।

উত্তম কুমারের প্রতি সাবিত্রীর দুর্বলতা ছিল তা সকলের জানা। তবে, প্রেম নিয়ে সাবিত্রী বলেন, ‘আমার অনেক সম্বন্ধই ভেঙে দিয়েছিলেন মহানায়ক উত্তমকুমার। আমার জীবনে কখনো প্রেম আসেনি, তা নয় কিন্তু উত্তমকুমার আমার অনেক সম্বন্ধ ভেঙে দেন। উত্তমকুমার বরাবরই আমার প্রতি পজিটিভ ছিলেন। আমি কখনো চাইনি, কেউ সংসার ভেঙে আমার কাছে চলে আসুক। আমার কপালে যদি বিবাহিত পুরুষ জোটে, তবে কী করব? ভালোবাসব না? তবে উত্তমকুমারকে পাইনি বলে বিয়ে করিনি, তেমনটা নয়। বন্ধু অনেক ছিলেন। সবাই ছিলেন বিবাহিত। আর আমি কারও ঘর ভাঙতে চাইনি’।

Related Articles