অফবিটভাইরাল ভিডিও

সম্পূর্ণ খালি গলায় লতা মঙ্গেশকরের গান গেয়ে তাক লাগালো গৃহবধূ, ভাইরাল ভিডিও

ভারতের সংগীত জগতে লতা মঙ্গেশকরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন। নব্বই দশকের প্রবীণ গায়িকা লতা মঙ্গেশকরের কন্ঠে গাওয়া যেকোনো গান শুনলেই মানুষের তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি আরও বেড়ে যায়। তিনি প্রায় এক হাজারেরও বেশি গান গেয়েছেন পেশাগত জীবনে।

গান তাকে এনে দিয়েছে পরিচিতি। ৩৬টি ভাষায় গান গেয়েছেন সুর সম্রাজী লতা মঙ্গেশকর। গোটা ভারতবর্ষ সহ দেশের বাইরেও তার পরিচিতি রয়েছে। বর্তমানে যেমন অনেক বড় শিল্পী তার গান গেয়ে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সেরকম সমাজের অনেক সুপ্ত প্রতিভা সুর সম্রাজী লতা মঙ্গেশকরকে অনুসরণ করেন।

সমাজের অনেক সুপ্ত প্রতিভা লতা মঙ্গেশকরের গাওয়া পুরোনো দিনের গানকে গাওয়ার চেষ্টা করেন। অনেকের গান যেমন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তাতে শিল্পী ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সাহস পায়। বিপাশা দাশ নামক এক গৃহবধূর কথা সামাজিক মাধ্যমের অনেকেই শুনেছেন।

অভাবের সংসারে তিনি তার গানকে নিয়ে বেঁচে আছেন। সামান্য চা বিক্রি করে সংসার চলে তার। কিন্তু তার মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা। তার গানের গলা এত সুন্দর যে তিনি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

এর আগে তিনি সুর সম্রাজী লতা মঙ্গেশকরের একটি গান ‘বন্দেমাতরম’ গানটি গেয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। ফের আরও একটি গান গাইলেন। লতা মঙ্গেশকরের গাওয়া ‘এ ওয়াতন’ গানটি গেয়ে প্রসংশা পেয়েছেন তিনি। অর্থনৈতিক অচলাবস্থার জন্য বিপাশা দাশের পাশে এসে দাঁড়িয়েছে ‘ইন্ডিয়ান কলাকার্স’ নামের একটি সংস্থা।

এছাড়া তিনি নব্বই দশকের গায়ক কুমার শানুর সঙ্গে গান করার সু্যোগ পেয়েছেন। ‘এ ওয়াতান’ গানটি গাওয়ার সময় বিপাশা দাশের কিছু উপযুক্ত তালিমের অভাবে কিছু খামতি থেকে গেছে। সঠিক তালিম পেলে তিনি হয়ে উঠতেন একজন সুগায়িকা। বিপাশা দাশের গাওয়া গানটি নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

Related Articles