হিংস্র সিংহের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে সামান্য কুকুর! তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় কতশত ভিডিও রোজ ভাইরাল হয়। কিছু ভিডিও দেখে আমরা তাজ্জব বনে যাই। কখনও সাহসিকতার পরিচয় পাওয়া যায় কিছু ভিডিওতে আবার কিছু ভিডিও প্রতিভাকে প্রদর্শন করায়। আর আমাদের অবসর সময়ের সঙ্গী যখন মুঠোফোন তখন আর এই ভিডিও দেখা থেকে আমরা বাদ থাকি না। যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা ভাইরাল নামক শব্দটির সঙ্গে কিছুটা হলেও পরিচিত।
তাই অবসর সময় কাটাতে তারাও যুক্ত হন ভাইরাল ভিডিও দেখা উপভোগ করতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটিতে একটি বাঘ,একটি সিংহ ও একটি কুকুরকে দেখা যাচ্ছে। স্বাভাবিক বুদ্ধিতে আমরা মনে করতে পারি যে বাঘ অথবা সিংহটি কুকুরটিকে আক্রমণ করতে পারে। আর তারপর জীবন সংশয় ঘটতে পারে কুকুরটির।
কিন্তু ভিডিওটি কিছুক্ষণ দেখলে চক্ষু চড়কগাছ হবেই। দেখা যাচ্ছে কুকুরটিকে বাঘ বা সিংহ নয়, বরং বাঘ ও সিংহকে ছোট্ট কুকুরটি ধাওয়া করছে। আর কুকুরের ধাওয়াতে সিংহ ও বাঘ দূরে সরে যাচ্ছে। কুকুরটির পায়ে ব্যথা থাকা সত্বেও সে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা দেখে তাজ্জব নেট দুনিয়ার মানুষ।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সকলেই কুকুরটির সাহসের কথা বারবার উল্লেখ করেছেন, যেই সাহসের পরিচয় সচরাচর পাওয়া যায় না।