অফবিটভাইরাল ভিডিও

চুল না’কেটে ‘টুম্পা সোনা’ গানে নাচতে ব্যস্ত খুদে কন্যা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি একটি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া সহ গোটা বাংলায়। যদিও গানটি ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পায় কিন্তু ক্রমে গানটির জনপ্রিয়তা বাড়তে থাকে। গানটির মিউজিক এমনই যে যেকেউ একবার শুনলেই কোমর দুলাতে বাধ্য। গানটি নাম হল ‘টুম্পা’।

গানটির মর্মার্থ হল একটি ছেলের জীবন দুঃখ হতাশায় কাটছিল আর সেইসময় তার জীবনে একটি মেয়ে আসে। যার নাম টুম্পা। আর সেই টুম্পা’ই ছেলেটির গোটা জীবন বদলে দেয়। গানটি এখন সবক্ষেত্রেই ভাইরাল।

আর এই গানের উপর ভিত্তি করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা সেলুনে চুল না কেটে এই গানটি শুনেই নেচে পাগল। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাচ্চাটি যেই সেলুনে চুল কাটতে গিয়েছে সেখানে ‘টুম্পা’ গানটি বাজছিল। আর তা শুনেই সে চুল কাটা বন্ধ করে নাচতে শুরু করে। তাকে সবাই বলে যে আগে চুল কেটে পরে যেনো সে নাচ করে। কিন্তু সে কারোর কথাই শুনছে না। বাচ্চাটির এই ভিডিওটি ভাইরাল হয়েছে সম্প্রতি।

Related Articles