যুবক ছেলের আলতো ছোঁয়ায় কাবু বাড়ির মালকিন, (Video) দেখার আগে দেখে নিন পাশে কেউ নেই তো

Ullu Web Series: স্বামীর উদাসীনতায় বিরক্ত হয়ে ড্রাইভারের কাছে সান্ত্বনা পেতে মরিয়া মহিলা! ‛উল্লু’ ওয়েবসাইটের সিরিজ ‛তৌবা তৌবা পার্ট ২’ দেখে রীতিমতো ঘাম ঝরছে নেটিজেনদের। গত বছর রিলিজ হওয়া এই ওয়েবসিরিজটি কিন্তু ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না। অশালীনতার সীমা কিভাবে ছাড়াতে হয় তা বোধহয় এই কয়েকবছরে OTT প্ল্যাটফর্ম বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এই OTT প্ল্যাটফর্ম দর্শকদের কাছে খুলে দিয়েছে প্রোডাকশনের নতুন রাস্তা।
আর তাইতো ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় সব ধরনের ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। যার কারণে মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না। এমনকি এই ওয়েবসিরিজ আপনাকে দেখতে গেলে বাচ্চাদের দূরে রাখতে হবে।
বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে।
তবে, এবার ‛উল্লু’ ওয়েবসাইটের পর্দায় দেখা যাচ্ছে রাজশ্রী ভার্মা অভিনীত চরমসুখ ‛তৌবা তৌবা 2′ ওয়েবসিরিজ। প্রায় বছর খানেক আগের পুরোনো ওয়েবসিরিজ এটি। তবে, এরআগে এই ওয়েব সিরিজের ‛পার্ট 1′ এ দেখা গিয়েছিল রুপা ফিরে আসছে। তার বোন রাজসি ভার্মার বিবাহিত জীবনে অশান্তি সৃষ্টি করার জন্য। এরপর দিদির বর অর্থাৎ জামাইবাবুর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। ওদিকে রাজসি ভার্মাও তার স্বামীর উদাসীনতায় বিরক্ত হয়ে ড্রাইভারের কাছে সান্ত্বনা চায়।
ওদিকে আবার রূপাও একদিকে জামাইবাবুর সঙ্গে সম্পর্ক রাখে ও ড্রাইভারের থেকেও সুবিধা নিতে থাকে। এরপর রুপা, ড্রাইভার, রাজসিকে নিয়েই গল্প এগোতে থাকে। কিন্ত অবশেষে গল্প কোনদিকে এগোবে তা জানার জন্য তো আপনাকে ট্রেলার দেখতেই হবে। টানটান উত্তেজনা ও রোম্যান্সে ভরা এই সিরিজ। তবে, এই ওয়েবসিরিজটি আপনি পরিবারের সঙ্গে বসে একেবারেই দেখতে পারবেন না। কারণ এতে বোল্ড দৃশ্য রয়েছে। তাই একান্তে এই ওয়েব সিরিজটির মজা আপনি নিতেই পারেন।