ময়ূরের পালক দিয়েই ঘর বানাবে কাঠবেড়ালি, জ্যান্ত ময়ূরের পালক ধরে করছে টানা-টানি, ভাইরাল সেই হাস্যকর ভিডিও

দিন যত এগিয়েছে ততই আধুনিক হয়েছে মানুষ ও পদ্ধতি। আগে সোশ্যাল মিডিয়া নামক কোনোকিছু ছিল না। তাই সময় যত দিন বদলেছে ততই উন্নত হয়েছে প্রযুক্তি। মানুষ নিজের কোনো কাজকে অন্য মানুষের সামনে তুলে ধরতে বা অবসর সময় অতিবাহিত করতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। আর এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার।
সেরকম সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলের অবাধ বিচরণ সোশ্যাল মিডিয়ায়। বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে আগের প্রজন্মের মানুষও নেমে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে। করোনার জেরে লক ডাউন চলায় সেইসময় সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়েছে অনেকাংশেই। সোশ্যাল মিডিয়াকে অনেকে সেকেন্ড হোম বানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে রোজ নানান পশুপাখির বা কোনো ঘটনার ভিডিও ভাইরাল হয়। এমন অনেক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেই ঘটনা যদি মোবাইল রেকর্ড না করে নেট দুনিয়ায় ভাইরাল নস হতো তবে সেই মূহুর্তও অনেকে আর কোনোদিন দেখতে পেতেন না৷
তাই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বর্তমানে এত বেশি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি জঙ্গলে কয়েকটি ময়ূর নিজেদের মনে ব্যস্ত। তাদের দেখতে আসছেন বেশ কিছু পর্যটক। কিন্তু হঠাৎ করেই সেখানে উদয় হয় একটি কাঠবেড়ালি(Squirrel)। কাঠবেড়ালিটি এরপর ময়ূরদের নাজেহাল করে তোলে। ময়ূরের(Peacock) পালক মুখ দিয়ে টেনে ছিড়ে ফেলতেও দেখা যায় কাঠবেড়ালিটিকে।
ময়ূরগুলিও কাঠবেড়ালির এমন উপদ্রবে বেশ বিব্রত বোধ করে। আর এই খুনসুটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচুর মানুষ ভিডিওটি দেখছেন। অনেকে বেশ মজা পেয়েছেন কাঠবেড়ালি ও ময়ূরের লড়াই দেখে।