অফবিটভাইরাল ভিডিও

আগুনের চুলায়া বসান গরম জলভর্তি কড়াইয়ের মাঝে বসে স্নান করছে যুবক, তুমুল ভাইরাল ভিডিও

চমকের এই দুনিয়ায় অদ্ভুদ সব ঘটনা ঘটে। আর কিছু ঘটনা এতটাই হতবাক করে দেয় যে মনে হয় এমনটা কি আর কেউ করতে পারে? এই পৃথিবীতে মানুষের কান্ড কলাপের কোনো শেষ নেই। আজব সব কীর্তি করতে গিয়ে অনেকেই শিরোনামে চলে আসেন। এসব অদ্ভুত কাজের নমুনা পাওয়া গেল সম্প্রতি।

শীতকাল চলে এসেছে এইসময় অনেকেই স্নান করতে পছন্দ করেন না। শীতের ঠান্ডায় ঠান্ডা জলে স্নান করার কথা ভাবলেই অনেকের জ্বর আসে। সেক্ষেত্রে সাধারনত দেখা যায় হালকা উষ্ণ জলে স্নান করতে। কিন্তু এই বালকটি যা করেছেন তা অভাবনীয়। এমন অদ্ভুত বুদ্ধি যে কারোর মাথায় আসতে পারে তা কল্পনাও করা যায় না।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এমন এক ধরনের ঘটনা যা হাসির পরিবেশ সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা উনুন এর মধ্যে বসানো বড় আকারের একটি কড়াইয়ের থাকা জলের মধ্যে বসে রয়েছে। কড়াইয়ের নিচে কিন্তু আগুন জ্বলছে। অর্থাৎ জল গরম করতেই কড়াইটা বসানো ছিল। কিন্তু সেখানে ওই বালকটি কড়াইয়ের মধ্যে বসে অনবরত নিজের মাথায় জল ঢেলে যাচ্ছে।

ঠান্ডার হাত থেকে বাঁচতে এরকম অভিনব পন্থা দেখে হেসেই কুটোপুটি খেয়েছেন নেট জনতা। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। কমেন্ট জুড়ে দেখা যাচ্ছে নানান হাসির মন্তব্য। বর্তমানে সোশ্যাল মিডিয়া এক বিনোদনের অংশ হয়ে উঠেছে আর সেখানে এরকম একটি ভিডিও আনন্দের জোগান দিয়েছে।

Related Articles