খেলাবিনোদন

মায়ের কোলে পুঁচকে মেয়ে, এই প্রথম সদ্যজাত সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা

তাদের প্রেম কাহিনী যেন কোনো রূপকথার চেয়ে কম নয়। হাজার বাধাবিপত্তি পেরিয়ে এক হয়েছেন চিরদিনের জন্য। একজন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, আরেকজন বলিউডের নামকরা অভিনেত্রী। বহুবছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর বেঁধেছিলেন গাঁটছড়া। সম্প্রতি আবার বাবা-মা হয়েছেন তারা। আর কেউ নন তারা হলেন বিরাট কোহলি(Virat Kohli) এবং অনুষ্কা শর্মা(Anushka Sharma)।

গত মাসে তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান। মেয়ে জন্মানোর পর সেই সুখবর অনুগামীদের সাথে ভাগ করে নিয়েছিলেন বিরাট। এরপর তাদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় ভরিয়ে তোলেন অনুগামীরা। অন্যদিকে মেয়ে জন্মানোর খবরের পাশাপাশি আরও একটি কথা বলেছিলেন বিরাট। আসলে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের এতো কৌতুহল যে, একপ্রকার বিরক্ত হয়ে ওঠেন তারা।

তাইতো বারবার আর্জি জানিয়েছেন যে, এবার অন্তত তাদের যেন বিরক্ত না করা হয়। এমনকি সাংবাদিকদের বিশেষ উপহার পাঠিয়ে এই অনুরোধ করেছিলেন। তবে মেয়ের জন্মের একমাস পর অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন তারা। একইসাথে জানালেন মেয়ের নাম কী ঠিক করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা। যেখানে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই তারকা জুটি।

আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, “আমরা একসাথে ভালোবাসা, উপস্থিতি ও কৃতজ্ঞতা নিয়ে বেঁচেছি। কিন্তু ছোট্ট ভামিকা সেটিকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। হাসি, কান্না, চিন্তা, সুখ সব অনুভূতি যেন একসাথে অনুভব করছি। ঘুমের সময়সীমা কমে গেলেও, মন ভরছে। সকলের শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞ।” যা দেখে বোঝাই যাচ্ছে তারা মেয়ের নাম রেখেছেন ভামিকা(Vamika)।

Related Articles