এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে টাকা! পাঠাবে কেন্দ্র, তবে মানতে হবে এই একটি শর্ত

দেশের কৃষকদের সুবিধার্থে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সকলেই জানেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য পিএম কিষান স্কিম চালাচ্ছে। এদিকে কৃষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন পিএম কিষান যোজনার আওতায় ১৪তম কিস্তির টাকা পাওয়ার জন্য। খুব শিগগিরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে।
আপনিও কি কৃষক? আপনার কি এখনও আধার কার্ডের সঙ্গে এখনও APCI লিঙ্ক করানো হয়নি? তাহলে আপনার কপালে ঘোর শনি নাচছে কিন্তু। এই কাজটি যদি না করিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু কেন্দ্রের টাকা পাবেন না।উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সরকার পিএম কিষান স্কিম-এর আওতায় ১৩তম কিস্তি কৃষকদের পরিশোধ করে। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে, যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এবং এপিসিআই-এর সঙ্গে যুক্ত রয়েছে তাঁরাই টাকা পাবেন। একে আধার সিডিংও বলা হয়।
একই সময়ে, পিএম কিষান স্কিম একটি সরাসরি বেনিফিট ট্রান্সফার স্কিম। যে কোনও সরকারী প্রকল্পের সুবিধা হ’ল ডিবিটির মাধ্যমে ঋণের জন্য আধার সিডিং। আপনিও যদি এখনও অবধি আধার কার্ডের সঙ্গে APCI লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে এখুনই করিয়ে ফেলুন। এই লিঙ্ক করানোর জন্য আপনাকে আগে ব্যাঙ্কে গিয়ে Annexure 1 ফর্ম পূরণ করতে হবে।
এর পরে, ব্যাঙ্ক কর্মকর্তা অ্যাকাউন্ট ধারকের তথ্য যাচাই করবেন। অতএব, যার অ্যাকাউন্ট আছে তাকে সব নথিতে সই করতে হবে।এরপরেই আপনার আধার সিডিং ফর্মটি গ্রহণ করা হবে।ব্যাঙ্ক আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এনপিসিআই ম্যাপারের সাথে লিঙ্ক করবে।সেই সঙ্গে প্রক্রিয়া শেষ হওয়ার পর আধার নম্বরের সঙ্গে এনপিসিআই-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে অ্যাকাউন্টটি।
পিএম কিষাণ যোজনা কী?
পিএম কিষাণ স্কিম কৃষকদের জন্য সরকারের তরফে চালু করা একটি জনদরদী প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকার কৃষকদের ২ হাজার টাকার তিনটি আলাদা কিস্তিতে ৬ হাজার টাকা দেয়।