টেক নিউজনিউজ

মাইলেজের বাপ হোন্ডার এই স্কুটার, একবার তেল ভরলে আর চিন্তা করা লাগবে না

বিলাসবহুল বাইকের পাশাপাশি ভারতীয় গ্রাহকদের মধ্যে বাড়ছে স্কুটারের চাহিদা। শহরের রাস্তায় কিংবা গলি পথে স্কুটারের বিকল্প আজও নেই। সেই সঙ্গে যদি কিছু উন্নত ফিচার এবং ভালো মাইলেজ যোগ করা হয় তাহলে তো কোনো কথাই নেই। সম্প্রতি Honda Dio সম্পর্কে মানুষের মধ্যে বেড়েছে আগ্রহ, চলছে চর্চা।

Honda Dio কোম্পানির অন্যতম সেরা স্কুটার বলে বিবেচিত হচ্ছে। এই স্কুটারে দেওয়া রয়েছে একটি ১০৯ সিসি ফোরbস্ট্রোক সি ইঞ্জিন। ইঞ্জিনটি ৮০ আরপিএম-এ ১০ পিএস পাওয়ার এবং ৫২৫০ আরপিএম-এ ৯ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটারের এই শক্তি ভারতীয় বাজারে অনেকের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে। সেই সঙ্গে এর ফিচারগুলো আলাদা করে বলার মতো। Honda Dio’র উচ্চতা ১৮৬০ মিলিমিটার, প্রস্থ ৭২৩ মিলিমিটার এবং দৈর্ঘ্য ১১৫০ মিলিমিটার।

হোন্ডার এই স্কুটারে রয়েছে একটি ৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এর সাহায্যে আপনি সহজেই ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবেন। অর্থাৎ স্কুটারটি আপনাকে প্রতি লিটারে ৪০ কিলোমিটার মাইলেজ প্রদান করবে। এমন দুর্দান্ত ফিচারের সঙ্গে স্কুটারটি ভারতীয় গ্রাহকদের পছন্দের তালিকার ওপরের দিকে উঠে আসতে পারে। স্কুটারটি বর্তমান তরুণ প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

সম্প্রতি ভারতীয় বাজারে একাধিক স্কুটারের কথা শোনা গিয়েছে। এক সময় মানুষ স্কুটারের থেকে বাইক বেশি পছন্দ করতেন। এখন সময় বদলেছে। বদলাতে শুরু করেছে মানুষের পছন্দ। হোন্ডার মতো পোড়খাওয়া সংস্থা জানে কীভাবে ভারতের বাজারে টিকে থাকতে হয়। Honda Dio তারই ভাবনার ফসল।

Related Articles