বিনোদন

জীবনে সাফল্য আনতে চান, কাজলের জীবনে সাফল্যর তিন সিক্রেট মন্ত্র ফাঁস

বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন কাজল(Kajol) বিগত কয়েক বছরে একাধিক সুপারহিট সিনেমার মাধ্যমে বলিউড কাঁপিয়েছেন তিনি। অভিনয় জগতে প্রথম প্রবেশ করেন ‘বেখুদি’ নামক সিনেমার মাধ্যমে। এরপর একের পর এক হিট সিনেমা যেমন-‘বাজিগর’, ‘ইয়ে দিললগি’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ইত্যাদির মাধ্যমে জায়গা করে নেন দর্শকদের মনে। শুধু তাই নয় মোট ছয়বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন তিনি।

জীবনে সাফল্য আনতে চান, কাজলের জীবনে সাফল্যর তিন সিক্রেট মন্ত্র ফাঁস

তবে শুরুটা মোটেই সহজ ছিল না তার। অন্যান্য সকলের মতো স্ট্রাগল করে নিজের জায়গা পাকাপোক্ত করতে হয়েছে তাকে। আসলে সফলতার শীর্ষে সবাই পৌঁছাতে চায়। কিন্তু সেই পথে আসে প্রচুর বাধাবিপত্তি। যেই কারণে অনেক সময় হার মেনে নেয় অনেকে। তাইতো কাজল প্রকাশ করেছেন জীবনে সাফল্য লাভের মূল চাবিকাঠি। যেগুলি অনুসরণ করলে যে কেউ তার কাম্য জায়গায় পৌঁছাতে পারবেন। আসুন জেনে নিই সেগুলি কী-

জীবনে সাফল্য আনতে চান, কাজলের জীবনে সাফল্যর তিন সিক্রেট মন্ত্র ফাঁস

১.হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। ২.ব্যর্থতা থেকে প্রতিটি পদক্ষেপে শিখতে হবে। ৩.লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে।

জীবনে সাফল্য আনতে চান, কাজলের জীবনে সাফল্যর তিন সিক্রেট মন্ত্র ফাঁস

উল্লেখযোগ্য, অভিনয় জগত থেকে বহুদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। এরপর শাহরুখ খানের (Shahrukh Khan) বিপরীতে ‘দিলওয়ালে’ সিনেমার মাধ্যমে কাম ব্যাক করেন। পরে অবশ্য আরও একবার সংসারে মনোযোগ দেন তিনি। তবে বর্তমানে সংসার, সন্তান সামলে কর্মজগতেও সমানভাবে সময় দিচ্ছেন এই অভিনেত্রী।

Related Articles