সমুদ্রের স্বাদ পেতে এক বার ঘুরে আসুন কলকাতা থেকে কিছু দূরের এই স্থানে, যা হার মানাতে পারে দীঘা কিংবা পুরিকেও!

ধীরে ধীরে পড়ছে শীত। আর শীত মানেই ঘুরতে যাওয়া। সকলেই হালকা শীতে ঘুরতে বেরিয়ে পড়তে ভালোবাসেন। পাহাড় কিংবা সমুদ্র সব জায়গায় ভিড় লেগে থাকে। আর সেই সময়ই এখন উপস্থিত হয়েছে। ধীরে ধীরে ভিড় বাড়ছে ঘুরতে যাওয়ার জায়গাগুলিতে। তবে এবার দীঘা কিংবা পুরি নয়, সমুদ্রের স্বাদ পেতে ঘুরে আসুন কলকাতা থেকে কিছু দূরে।
কলকাতা থেকে একেবারেই কাছে সেই জায়গাটি। তবে বিশেষ জনপ্রিয় না হওয়ায় মানুষের আনাগোনা সেভাবে বৃদ্ধি পায়নি। মানুষ কম থাকলে যেকোনো ঘোরার জায়গা আরও সুন্দর হয়ে ওঠে৷ আর সেটিই হল কন্টাই। তাই প্রথমে কন্টাই যাওয়ার বাস ধরতে হবে। এরপর কন্টাই থেকে নেমে একটি টোটো নিতে হবে।
তাতে করে বগুরান জলপাই পৌঁছাতে আরো ১৫ থেকে ২০ মিনিট লাগবে। আর সেখানে পৌঁছোলেই আপনি চোখের সামনে দেখতে পাবেন অপরূপ প্রকৃতিকে। এখানে সমুদ্র দীঘার মত মাতাল নয় হওয়ায় শান্ত প্রকৃতি বিরাজ করে।
এছাড়া রয়েছে জুনপুট ও বাঁকিপুট। সেখানেও পারলে ঘুরে আসতে পারেন। তবে এখানে থাকার জন্য রয়েছে বগুরান জলপাইতে একটি থাকার জায়গা। রয়েছে একটিমাত্র রিসর্ট। সেটি হল সাগর নিরালা রিসর্ট। এখানে আপনি আপনার পছন্দ মতন ঘর পেয়ে যাবেন।