
মেষ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে মানসিক উদ্বেগ দেখা দিতে চলেছে। কাছের মানুষদের সাথে আলোচনা করুন।
বৃষ রাশিঃ পারিবারিক ভাবে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে। প্রীতি লাভ করতে পারেন।
মিথুন রাশিঃ কোনো কারণে আজ আপনার মাতৃ পীড়ায় উদ্বেগ দেখা দিতে চলেছে। তবে হতাশ না হয়ে সমস্যার সমাধান করুন।
কর্কট রাশিঃ হঠাৎ করেই আজ আপনার কাছের মানুষদের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। আলোচনা করে মিটিয়ে নিন।
সিংহ রাশিঃ আজকের দিনটি আপনার বেশ অন্যরকম কাটতে পারে। শত্রুর সঙ্গে সন্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশিঃ চঞ্চলতার কারণে আজ আপনার ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। নিজেকে সংযত রাখা একান্ত জরুরি।
তুলা রাশিঃ আজ আপনার সুপ্ত প্রতিভার জন্য স্বীকৃতি লাভ করতে পারেন। যার ফলে মানসিক শান্তি উপভোগ করবেন।
বৃশ্চিক রাশিঃ যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন।
ধনু রাশিঃ নিজের কোনো বন্ধু দ্বারা আজ ক্ষতির সম্ভাবনা প্রবল। তাই সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি।
মকর রাশিঃ যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। উন্নতি দেখা দিতে পারে।
কুম্ভ রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার বিশেষ পরিবর্তন দেখা দিতে পারে। অন্য কোথাও বদলির সম্ভাবনা রয়েছে।
মীন রাশিঃ কোনো কারণে আজ আপনার কার্যে অনীহা দেখা দিতে পারে। তবে নিজের কাজে মনোযোগ দেওয়া জরুরি।