
মেষ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে ব্যভিচার ধর্ম প্রকাশ পেতে পারে। নিজেকে সংযত রাখা জরুরি।
বৃষ রাশিঃ অবৈধ প্রণয়ের কারণে আজ আপনি প্রবল সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নিন।
মিথুন রাশিঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। দন্ত পীড়ায় কষ্ট পেতে চলেছেন।
কর্কট রাশিঃ আজকের দিনটি আপনার বেশ অন্যরকম কাটতে পারে। কর্মক্ষেত্রে আশান্বিত হতে পারেন।
সিংহ রাশিঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। স্নায়ুরোগে আক্রান্ত হয়ে পড়তে পারেন।
কন্যা রাশিঃ চিকিৎসায় বিভ্রাট দেখা দেওয়ার ফলে সমস্যার সম্মুখীন হতে পারেন। হতাশ না হয়ে সমাধান করুন।
তুলা রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে প্রাপ্তিযোগ দেখা দিতে পারে। যার ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
বৃশ্চিক রাশিঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি খুব একটা শুভ নয়। অম্লরোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশিঃ কাছের মানুষদের দ্বারা আজ বিশ্বাসহানি দেখা দিতে চলেছে। মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকুন।
মকর রাশিঃ কোনো কারণে আজ আপনি প্রবঞ্চনার শিকার হতে পারেন। হতাশ না হয়ে সমস্যার সমাধান করুন।
কুম্ভ রাশিঃ নায্য কিছু দ্রব্য প্রাপ্তিতে আজ বাধা দেখা দিতে পারে। আলোচনা করে সমস্যা মিটিয়ে নিন।
মীন রাশিঃ আইনজ্ঞদের জন্য আজকের দিনটি খুবই শুভ। কোনো মামলায় জয় লাভ হওয়ার সুযোগ আসবে।