
মেষ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
বৃষ রাশিঃ আজকের দিনটি আপনার জন্য খুবই সুখকর হতে চলেছে। আনন্দ সংবাদ লাভ করতে পারেন।
মিথুন রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুবই শুভ। পুরনো ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশিঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। কষ্ট পাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।
সিংহ রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার বদলির সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যান্য দিক দিয়ে দিনটি শুভ।
কন্যা রাশিঃ কোনো বিশেষ কারণে আজ আপনার মধ্যে উৎফুল্লভাব বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক দিয়েও দিনটি শুভ।
তুলা রাশিঃ হঠাৎ করে আজ আপনার জীবনে প্রতিবেশী বিবাদ দেখা দিতে পারে। আলোচনা করে মিটিয়ে নিন।
বৃশ্চিক রাশিঃ আজকের দিনটি আপনার মোটেই ভালো কাটবে না। অনিষ্টাশঙ্কা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার খুবই ভালো কাটবে। কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারবেন।
মকর রাশিঃ কোথাও ঘুরতে গেলে আজ আপনার পথ দুর্ঘটনা ঘটতে পারে। সাবধানতা অবলম্বন করা জরুরি।
কুম্ভ রাশিঃ যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। রাজনীতিতে প্রভাব বৃদ্ধি পাবে।
মীন রাশিঃ হঠাৎ করেই আজ আপনার কার্যে অনীহা দেখা দিতে পারে। মনোযোগ সহযোগে নিজের কাজ করা জরুরি।