অফবিটরাশিফল

Today’s Horoscope, 26 February 2021, দিনটি কেমন কাটবে

মেষ রাশিঃ কূটবুদ্ধিতে আজ আপনার সাফল্য লাভ করার সম্ভাবনা প্রবল। তবে ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।

বৃষ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে উচ্চাকাঙ্খা বৃদ্ধি পেতে পারে। সবমিলিয়ে দিনটি শুভ।

মিথুন রাশিঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। দন্ত পীড়ায় কষ্ট পেতে পারেন।

কর্কট রাশিঃ পারিবারিক ভাবে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। প্রিয়জনসঙ্গ লাভ করতে চলেছেন।

সিংহ রাশিঃ হঠাৎ করে আজ আপনার জীবনে বিতৃষ্ণা তৈরি হতে পারে। কাছের মানুষদের সাথে সময় কাটান।

কন্যা রাশিঃ কোনো বিশেষ কারণে আজ আপনার মধ্যে শত্রু ভয় দেখা দিতে পারে। সাবধানতা অবলম্বন করুন।
 
তুলা রাশিঃ আজকের দিনটি আপনার মোটেই ভালো কাটবে না। অনর্থপাত দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হবে।

বৃশ্চিক রাশিঃ পারিবারিক ভাবে আজ আপনার শুভ নয়। স্বজন বিয়োগ হওয়ার আশঙ্কা দেখা দিতে চলেছে।

ধনু রাশিঃ কোনো বিশেষ কারণে আজ আপনার চিত্তবিক্ষেপ ঘটতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

মকর রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো কাটবে। শ্রীবৃদ্ধি ঘটার সুযোগ তৈরি হতে পারে।

কুম্ভ রাশিঃ যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি শুভ নয়। রাজনৈতিক বিবাদ দেখা দিতে পারে।

মীন রাশিঃ হঠাৎ করে আজ আপনার জ্যোতিষ চর্চায় আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সবমিলিয়ে দিনটি ভালোই কাটবে।

Related Articles