এয়ারপোর্টে স্বামীকে নিয়ে কাড়াকাড়ি দুই স্ত্রীর! তুমুল ভাইরাল ভিডিও

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মাইনুলকে নিতে আসে তার দুই স্ত্রী। কোন স্ত্রীর সঙ্গে জাবে মাইনুল এই নিয়ে বেঁধে যায় কাড়াকাড়ি দুই স্ত্রীর মধ্যে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়
ঘটনার সূত্রপাত, ২০১৪ সালে প্রথম বিয়ে করেছিল মাইনুল। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই মাইনুল দ্বিতীয় বিয়ে করে। যেকারোনেই তাকে এমন দিন দেখতে হয়েছে আজ।
স্বামী কাড়াকাড়ি নিয়ে যখন ঘটনা হাতাহাতিতে পরিণত ঠিক সেই সময় ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হয়। মাইনুলের কাছে দুজন মহিলার পরিচয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে এক স্ত্রীকে নিয়ে ঘটনা স্থল থেকে পালানোর চেষ্টা করে।
কিন্তু অন্য স্ত্রী তাকে এত সহজে ছাড়বার নয়, সে তখন মিনুলকে গাড়িথেকে টেনে বার করে। তার পর সংবাদিকদের জেরার ফলে বেরিয়ে আসে প্ৰকৃত সত্য। আরো জানা যায় মাইনুলের বাড়ি কুমিল্লা দাউদকান্দিতে।
প্রথম স্ত্রীর অভিযোগ তার একটি সন্তান আছে কিন্তু মাইনুল তাদের কোন ভরন পোষন দেয়না। তাদের প্রতি কোন দায়িত্ব পালন করেনা মাইনুল। ঘটনা স্থালে আইন আইনশৃঙ্খল বাহিনী উপস্থিত হয়, কিন্তু পরিস্তিতি কোনোভাবেই সামলাতে না পেরে তাদের ৩জন কে থানায় নিয়ে যায়।