‘বড়লোকের বিটি লো’ গানে উদোম নাচ অভিনেত্রী পূজার, তুমুল ভাইরাল ভিডিও

বছর শেষ হতে আর মাত্র দুই দিন। তারপর ইংরেজি নববর্ষের সূচনা হবে। আগত ২০২১ সালকে সকলেই স্বাগত জানাচ্ছেন বেশ খুশির মুডেই। কারণ ২০২০ সালে একের পর এক খারাপ খবরে ছেয়ে গিয়েছে। তাই এবার আগত বছরকে বরণ করতে উৎসুক সকলেই। সেরকমই অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায় বছর শেষ হওয়ার খুশিতে নাচ করলেন। আর সেই নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
যেখানে পুজাকে রংবেরঙের কাপড়ে নাচতে দেখা গিয়েছে। ‘বড়লোকের বিটি লো’ গানে নাচতে দেখা গিয়েছে পুজা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই নাচের ভিডিও তিনি পোস্ট করেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। আর তা ভাইরাল মূহুর্তেই। কয়েকদিন আগেই একটি পুত্র সন্তানের জন্ম দেন পুজা।
আর এরপর কেটে গিয়েছে দুই মাসেরও কিছু বেশি সময়। তাই এবার নিজেকে ফিট করার পালা। এবার অভিনয় শুরু করবেন অভিনেত্রী। তবে কোন প্রোজেক্ট থেকে তা শুরু করবেন জানা যায়নি। এদিকে পুজা ও তার স্বামী কুনালের মধ্যেকার পরিচয় অনেকদিন থেকেই। তবে জানা যায় পুজা তার বিবাহের পূর্ব থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন।
গত ৯ই অক্টোবর পুত্র সন্তানের জন্ম দেন পুজা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালের ১৬ই আগস্ট পুজা ও কুনালের এনগেজমেন্ট হয়। তাদের বিয়ে হওয়ার কথা ছিল চলতি বছরের ১৫ই এপ্রিল। কিন্তু করোনা মহামারির জেরে সবকিছু পন্ড হয়ে যায়। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, তারা তাদের বিয়ের জমানো সমস্ত অর্থ ত্রাণের জন্য ব্যয় করেছেন।