রুপের জাদু কি সব মেকআপে উরফি জাভেদের? আসল চেহারা ফাঁস হতেই লুকানোর চেষ্টা অভিনেত্রীর

আত্মবিশ্বাসের আরেক নাম উরফি জাভেদ। তার এই নাম হওয়ার পিছনে রয়েছে গুরুতর কারণ। কখনও ছেঁড়া, ফাটা কিংবা অদ্ভুত স্টাইলের পোশাক পরে এবং চড়া মেকাপে রাস্তায় বেরিয়ে পড়েন উরফি। তার সঙ্গে পায়ে হাই হিল ও চুল বাঁধা থাকে একেক রকম কায়দায়৷ বেশ কিছু মাস যাবত তাকে মুম্বাইয়ের রাস্তায় এভাবেই দেখা যায়৷
তাই সকলে তার আত্মবিশ্বাসের তারিফ করেছেন। এহেন উরফি জাভেদকে সবসময় চড়া মেকাপে দেখা যায়। এই কারণে তার আসল রূপ কেউ চেনেন না। তবে এবার সেই আসল রূপ ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়। পাপারাজ্জিদের দেখে বেজায় লজ্জিত হয়েছেন উরফি। কিন্তু তখন আর কিছু করার নেই।
জানা গিয়েছে, তিনি ডাক্তারের কাছে এসেছিলেন। তার পরনে সাদা রং-এর ক্রপ টপ ও ফুল প্যান্ট ছিল। ক্লিনিক থেকে বেরোতেই তাকে ঘিরে ধরে পাপারাজ্জিদের দল। এরপরই উরফি হাত দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করেন। কিন্তু শেষমেশ হার স্বীককরে নেন।
তবে তার এই লুক দেখে নেট দুনিয়া বিস্মিত হলেও অনেকে বলছেন উরফিকে এই লুকেই সুন্দর ও স্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু কে শোনে কার কথা। হয়তো ফের উরফি অদ্ভুত পোশাকে দেখা যাবে রাস্তায়।