উরফির ছোট বোনের রুপ দেখেই চমকে গেছেন নেটিজেনরা, ছবি দেখলে আপনিও ঘায়েল হয়ে যাবেন

নেট দুনিয়া এমন একটি জায়গা যেখানে প্রতিভা থাকলে যেমন ভাইরাল হওয়া যায় তেমনি নিজের বোল্ড লুক সকলের সামনে তুলে ধরলেও ভাইরাল হওয়া খুবই সহজ। প্রতিদিন বিভিন্ন বোল্ড লুক ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলে ধীরে ধীরে সেই ব্যক্তির অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা যে রীতিমতো বেড়ে যেতে পারে তা সবথেকে ভালো স্পষ্ট হয় উরফী জাবেদকে দেখলে।
তিনি মাঝেমধ্যে মুম্বাইয়ের রাস্তায় নানান অদ্ভুত পোশাকে নিজেকে ধরা দেন। মোজা দিয়ে পোশাক কিংবা নেট দিয়ে বানিয়ে ফেলেন পোশাক। আর এই পোশাক পরে তিনি যখন সকলের সামনে ঘুরে বেড়ান তখন সকলেই তাকে দেখে অবাক। এভাবেই খুব সহজে সকলের নজরে এসেছেন তিনি। যদিও উরফীর বোল্ড লুক নজর কাড়ার মতন।
সুঠাম চেহারা ও গায়ের রং তাকে সমস্ত পোশাকেই আকর্ষণীয় করে তোলে। তবে আজকের প্রতিবেদন উরফীকে নিয়ে নয়। তার ছোটো বোন আস্ফি জাবেদকে নিয়ে। তাকে অনেকেই চেনেন না। তিনি এখনও সকলের নজরে আসেননি। তবে তার প্রোফাইলেও ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়।
দিদির মতন সেও সৌন্দর্যে ও স্টাইল স্টেটমেন্টে কম যান না। তার বয়স মাত্র ২৪ বছর। কিন্তু ইতিমধ্যে জনপ্রিয় হতে শুরু করেছেন তিনি। তার যেকোনো ছবি এখন বেশ ভাইরাল হয়। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তিনি যথেষ্ট সক্রিয়। তিনি নানান ভ্লগ ভিডিও বানান। সেগুলি দেখার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন।